শামি কীভাবে এই সাফল্য পেলেন?
বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে দলকে জিতিয়েছেন শামি। তার এই সাফল্যের রহস্য কী?
অবিশ্বাস্য বোলিং
নয় দশমিক পাঁচ ওভারে ৫৭ রান দিয়ে সাত উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই অতিমানবিক পারফরমেন্স করে ভারতকে ফাইনালে তুললেন মহম্মদ শামি। আউট করলেন কনওয়ে, রাচিন রবীন্দ্র, উইলিয়ামসন, মিচেল, লাথাম, স্যন্টনার, সাউদিকে। নিউজিল্য়ান্ডের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই বোলিং নিয়ে কোনো কথা হবে না।
তাও অখুশি শামি
এই পারফরমেন্সের পরেও শামি খুশি নয়। খেলা শেষ হয়ে যাওয়ার পর তিনি বারবার আক্ষেপ করছিলেন, ''উইলিয়ামসনের ক্যাচটা ফেলা আমার উচিত হয়নি। অবশ্যই ধরা উচিত ছিল। ক্যাচটা ফেলে খুব খারাপ লাগছিল।'' যে ক্যাচের কথা শামি বলছেন, সেটা মোটেই কঠিন ছিল না। পরে অবশ্য উইলিয়ামসনকে তিনিই আউট করেন।
'সুযোগের অপেক্ষায় থাকি'
শামি জানিয়েছেন, তিনি সুযোগের অপেক্ষায় থাকেন। তার কথায়, ''আমি সাদা বলে খেলার খুব বেশি সুযোগ পাই না। তাই মুখিয়ে থাকি। সুযোগ পেলে তার সদ্বব্যবহার করার চেষ্টা করি।'' এবারের বিশ্বকাপেও প্রথম কয়েকটা ম্যাচে খেলার সুয়োগ পাননি। বাইরে বসে কাটাতে হয়েছিল। প্রথম সুযোগেই বজিমাত করছিলেন শামি। নিয়েছিলেন পাঁচ উইকেট।
সাফল্যের রহস্য কী?
শামি জানিয়েছেন, তার সাফল্যের রহস্য হলো, বলটা ঠিক জায়গায় রাখা। শামি বলেছেন, ''অনেকে বলের বৈচিত্রের কথা বলেন, তবে আমার মনে হয়, বল ঠিক জায়গায় রাখাটাই সবচেয়ে জরুরি। তাহলে সাফল্য আসবেই। ম্যাচের যে কোনো সময় এভাবেই উইকেট পাওয়া যায়।'' তবে, শামির বলের বৈচিত্রও যথেষ্ট। দুই দিকেই সুইং করাতে পারেন। অসম্ভভ ভালো স্লোয়ার দেন। ইয়র্কারেও পারদর্শী।
১৭ ম্যাচে ৫০ উইকেট
বিশ্বকাপে মাত্র ১৭ ম্যাচ খেলে ৫০ উইকেট পেয়েছেন শামি। বিশ্বকাপে তার উইকেটের সংগ্রহ ৫৪। বিশ্বকাপে এত দ্রুত ৫০ উইকেট কোনো বোলার নিতে পারেননি। বিশ্বের সপ্তম বোলার হিসাবে একদিনের বিশ্বকাপে শামি ৫০ উইকেট নিলেন। বোলিংয়ের ক্ষেত্রে একটা অবিশ্বাস্য সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি।
চারবার পাঁচ উইকেট
এই বিশ্বকাপে এই নিয়ে তিনবার পাঁচ উইকেট পেলেন শামি। তিনবার ম্যাচের সেরা হলেন তিনি। সবমিলিয়ে বিশ্বকাপে চারবার পাঁচ উইকেট নিয়েছেন তিনি। এই নজির আর কোনো বোলারের নেই।
সবচেয়ে বেশি উইকেট
উইকেট নেয়ার তালিকায় জাম্পাকে পিছনে ফেলে এখন এক নম্বরে শামি। এই বিশ্বকাপে তিনি ২৩টি উইকেট নিয়েছেন। তাছাড়া তিনিই একমাত্র ভারতীয় বোলার যিনি বিশ্বকাপের একটি ম্যাচে সাতটি উইকেট নিলেন। এর আহে নেহরা ছয়টি উইকেট নিয়েছিলেন।
পারিবারিক জটিলতা টলাতে পারেনি
কিছুদিন আগে বাবাকে হারিয়েছেন। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। স্ত্রী হাসিন জাহান শামির বিরুদ্ধে নিয়মিত ভয়ংকর সব অভিযোগ করেন। আত্মহত্যারও চেষ্টা করেছেন শামি। সেখান থেকে মাঠে ফিরে এসে নিজেকে উজাড় করে দিয়েছেন। ক্রিকেটের ২২ গজই তার মুক্তির জায়গা।