শালকে বায়ার্ন মিউনিখ ১-১ গোলে ড্র
৮ নভেম্বর ২০০৯‘‘আমরা পরিস্থিতি সৃষ্টি না করে, বরং সৃষ্ট পরিস্থিতির কেবল মোকাবিলা করতেই ব্যস্ত ছিলাম৷ খেলার দ্বিতীয়ার্ধে আমরা বেশ চাপের মুখে ছিলাম৷ তবে প্রতিরক্ষা করতে পেরেছি ঠিকমতই৷ তাদেরকে নতুন করে কোন সুযোগ দেইনি, যার ফলেই ১-১ গোলে ড্র করা সম্ভব হয়েছে৷'' জার্মান ফুটবল লিগ বুন্দেসলিগার শনিবারের খেলা নিয়ে মাগাথের বিশ্লেষণে ছিল তৃপ্তির ছাপ৷
অন্যদিকে, বায়ার্ন মিউনিখ কোচ লুই ভান গালের চোখে-মুখে হতাশার চিহ্ন৷ ‘‘আমাদের লক্ষ্য ছিল শালকে'কে হারানো৷ কিন্তু দুর্ভাগ্যবশত তা ঘটেনি৷ খেলার প্রথম দশ মিনিটে আমাদের প্রভাব থাকলেও, আমরা ভালো খেলতে পারিনি৷'' নিজের দলের সমালোচনায় গাল বললেন, ‘‘আমরা অনেক সুযোগ পেয়েও হারিয়েছি৷ মাত্র দুই, তিন কিংবা পাঁচ সেন্টিমিটার দূর দিয়ে বল চলে গেছে৷ আমাদের এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে৷ এটা খুবই হতাশাব্যঞ্জক যে, দ্বিতীয়ার্ধে আমরা কোন গোল করতেই পারিনি৷''
শনিবার শালকের বিরুদ্ধে খেলার ৩১ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল মিউনিখ৷ দলের পক্ষে প্রথম গোলটি করেন ডানিয়েল ফন বুটেন৷ তবে ৪৩ মিনিটে শালকের পক্ষ থেকে গোল শোধ করে দেওয়া হয়৷ আর এই গোল করে বুন্দেসলিগার গোলের খাতায় নিজের নামটি যোগ করলেন তরুণ ফুটবলার ইয়োয়েল মাটিপ৷ ফলে মাত্র ২০ পয়েন্ট সম্বল নিয়ে অষ্টম অবস্থানে নেমে গেছে বায়ার্ন মিউনিখ৷ অন্যদিকে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ভের্ডা ব্রেমেনের সাথে তাল মিলাচ্ছে শালকে৷ বলা বাহুল্য, ২৬ পয়েন্টের বিশাল অর্জন নিয়ে শীর্ষস্থানটি এখনও বায়ার লেভারকুজেনের দখলে৷
দিনের অপর খেলাগুলোতে স্টুটগার্টের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ৷ ন্যুরেমবার্গকে ১-০ গোলে হারিয়েছে মাইনস৷ হফেনহাইমকে ২-১ গোলে হারালো ভোল্ফসবুর্গ এবং ফ্রাইবুর্গের কাছে ২-১ গোলে হারল বোখুম৷
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়