শিল্পের মাধ্যমে প্লাস্টিক দূষণ সম্পর্কে সচেতনতা
৮ নভেম্বর ২০১৯স্পেনের সৃজনশীল এক গোষ্ঠী ‘নট লংগার লাইফ’ নামের এক ফটো সিরিজ সৃষ্টি করেছে৷ এর আওতায় ‘স্টিল লাইফ’ শৈলির বিখ্যাত কিছু চিত্রকে আধুনিক যুগে ফুটিয়ে তোলা হচ্ছে৷ যেমন প্লাস্টিকের মোড়কে জড়ানো পচনশীল ফল৷ গোটা বিশ্বে মোড়কের বিশাল পরিমাণের প্রতি শৈল্পিক সমালোচনা হিসেবেই এই সিরিজ তুলে ধরা হচ্ছে৷
সুপারমার্কেটে প্রতিদিন বিশাল পরিমাণ জঞ্জাল সৃষ্টি হলেও ক্রেতাদের তা সহজে চোখে পড়ে না৷ এই শিল্পকর্ম তার প্রতি মনোযোগ আকর্ষণ করছে৷ স্থপতি খুয়ান সুয়ে-এর জন্য এটি অত্যন্ত জরুরি এক বিষয়৷ তিনি বলেন, ‘‘এই প্রকল্পের মাধ্যমে আমরা আজকের দিনে প্লাস্টিক ব্যবহারের যুক্তিহীনতা তুলে ধরতে চেয়েছিলাম৷ যুক্তিহীন ও মাত্রাতিরিক্ত পথে এই সব ফলমূল মোড়কে ভরে জীবনযাত্রা সহজ করতে চাই৷’’
বিখ্যাত শিল্পী ক্লোদ মোনে-র টমেটো নামের ছবিকে এভাবে ফুটিয়ে তোলা হয়েছে৷ কার্ভাজো-র ফলের ঝুড়ি আজ মোড়কসহ অন্যরকম দেখতে লাগছে৷
সবার আগে ৪ জন স্থপতি ইন্টারনেট ঘেঁটে ‘স্টিল লাইফ’ ছবির খোঁজ করেন৷ মিগেল টোমাস-এর মতে, সুপরিচিত শিল্পকর্ম বাছাই করা উচিত৷ তাঁর মতে, ‘‘আমরা এই সব বিখ্যাত স্টিল লাইফ বাছাই করি, কারণ আমরা চাই আগে থেকেই মানুষের মনে সেই ছবির স্মৃতি বজায় থাকুক৷ আমাদের তৈরি ছবি দেখলে মানুষ প্লাস্টিকসহ ও প্লাস্টিক ছাড়া বিকল্পের তুলনা করে শিউরে উঠতে পারে৷’’
প্রতি বছর প্রায় ৩০ কোটি টন প্লাস্টিক উৎপাদন করা হয়৷ তার বেশিরভাগ অংশই সমুদ্রে গিয়ে পড়ে৷ দোকানে গেলে মোড়কের মাত্রাতিরিক্ত ব্যবহার সম্পর্কে ধারণা পাওয়া যায়৷ যেমন ফলমূল ও শাকসবজি বিভাগে৷ এখানে প্রয়োজনমতো উপকরণ দেখা যায়৷ খুয়ান সুয়ে মনে করেন, সব পণ্য তাঁদের প্রকল্পের জন্য উপযুক্ত নয়৷ তিনি বলেন, ‘‘আমরা সুপারমার্কেটে আসছিলাম৷ মোবাইল ফোনে দেখে নিলাম, পণ্যগুলি মূল চিত্রের মতো দেখতে কিনা৷ ঠিক কী ধরনের মোড়ক রয়েছে তাও পরীক্ষা করি, যাতে তার থ্রিডি মডেল সৃষ্টি করা যায়৷’’
স্টুডিওয় ফিরে তাঁরা ১৬০২ খ্রীষ্টাব্দে আঁকা খুয়ান সানচেস কোটান-এর বাঁধাকপি, তরমুজ ও শসার চিত্রের অনুকরণে সৃষ্টির কাজে মেতে ওঠেন৷ মনে রাখতে হবে, সে যুগে কিন্তু প্লাস্টিক ছিল না৷
তাঁরা নিজেদের তৈরি থ্রিডি স্ক্যানার ব্যবহার করে খাদ্যের ছবি তোলেন৷ তারপর খাবার সরিয়ে সহজ আকার-আকৃতি সৃষ্টি করেন৷ তারপর থ্রিডি সফটওয়্যারের সাহায্যে তাঁরা প্লাস্টিক দিয়ে খাবার ঢেকে দেন ও এমনভাবে সাজিয়ে তোলেন, যাতে সেটি মূল চিত্রকর্মের মতো দেখতে লাগে৷
টেওডোরা মাভ্রোপুলুস/এসবি