আজকের অনুভব অবশ্য অন্য দিনের চেয়ে একটু আলাদা, বেলা ডুবলে শবেবরাতের সন্ধ্যা৷ কাগজপত্র দলিল দস্তাবেজের প্রামাণ্য নিয়ে মতভেদ থাকলেও এই অঞ্চলে আজকের সূর্য অস্ত গেলে সৌভাগ্যের রজনীর শুরু৷
আজ ঐতিহাসিক ৭ মার্চও বটে৷ আজ একটি দিন মাত্র নয়, নির্মোহ বিবেচনা করলেও আমাদের ইতিহাসের পাটাতনের একটি শক্ত খুঁটি ৭ মার্চ৷
আজকের দিন কি সাক্ষী থাকছে নতুন আরেক অভিষেকের? আমার কাছে কোনো গোপন তথ্য নেই, তাই সকাল বেলাতেই যা দেখলাম, ভাবছি তাই দেখানো হলো কিনা?
ঘটনা সামান্যই৷ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ববি৷ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে৷
মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ববি। শ্রদ্ধার নিদর্শন স্বরূপ ববি যখন নীরবে দাঁড়িয়ে আছেন, তখন দুই পাশে সারিবদ্ধ আছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবু-উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলটির নেতা-কর্মীরা৷
জাতিসংঘের এলডিসি সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারে অবস্থান করছেন। শেখ হাসিনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ববির শ্রদ্ধাঞ্জলি প্রদানই আমার কৌতূহলের কারণ৷
শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল কে ধরবেন তা নিয়ে জল্পনার শেষ নেই৷ হাসিনা একাধিকবার বলেছেন, তিনি আর ক্ষমতায় থাকতে চান না, তরুণদের ক্ষমতায় দেখতে চান৷ ববিই কি তবে সেই তরুণ?হাসিনার রাজনৈতিক উত্তরাধিকারের তালিকা করলে প্রথমে ছোট বোন রেহানার কথা আসে, দ্বিতীয় তৃতীয় অবস্থানে সজীব ওয়াজেদ জয় আর সায়মা ওয়াজেদ পুতুল, তারপর কেউ কেউ ববির কথা বলে থাকেন৷ শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ব্রিটিশ এমপি বলে তাকে এই হিসাব থেকে বাদ রাখা হয়েছে৷
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, রেহানা-জয়-পুতুল-ববি বর্তমান শেখ পরিবারে উত্তরাধিকারের ক্রম৷ কিন্তু আজকের পর হয়ত তারা ববিকেই এগিয়ে রাখতে চাইবেন৷ আমি বরং গান শুনি, এ দিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার?/আজি প্রাতে সূর্য ওঠা সফল হল কার?