1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাঁসি রদে জার্মানির হস্তক্ষেপ প্রার্থনা

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৮ এপ্রিল ২০১৩

বিচ্ছিন্নতাবাদী শিখ সন্ত্রাসী ভুল্লারের ফাঁসি রদ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ প্রার্থনা করে শিখ রাজনৈতিক দলের এক প্রতিনিধি দল দিল্লির জার্মান দূতাবাসে একটি স্মারকপত্র দিয়েছে৷

https://p.dw.com/p/18HWN
ছবি: picture-alliance/empics

১৯৯৩ সালে এক গাড়ি বোমা বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে তার ফাঁসির আদেশ হয়৷

শিখ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন খালিস্তান লিবারেশন বাহিনীর সদস্য দেবীন্দরপাল সিং ভুল্লার ১৯৯৩ সালে দিল্লিতে এক গাড়ি বোমা বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অপরাধে, নিম্নআদালতে তার ফাঁসির আদেশ হয় ২০০১ সালে৷ উচ্চ আদালত এবং তারপর সুপ্রিম কোর্ট সেই আদেশ বহাল রাখে গত শুক্রবার৷ ঐ বিস্ফোরণে মারা যায় নয়জন এবং আহত হয় ১৭ জন৷ এই হামলার মূল লক্ষ্য ছিল যুব কংগ্রেস নেতা এম.এস বিট্টা৷ তিনি গুরুতর আহত হয়ে বেঁচে আছেন পঙ্গু হয়ে৷

ভুল্লার ঐ বোমা হামলার পর পালিয়ে যান জার্মানিতে৷ কিন্তু সন্ত্রাসী কাণ্ডে জড়িত থাকার অভিযোগে জার্মানি ভুল্লারকে তুলে দেয় ভারতের হাতে ৯৫ সালে৷ গত মঙ্গলবার এক শিখ প্রতিনিধিদল দিল্লির জার্মান দূতাবাসে এক স্মারকলিপি দিয়ে ভুল্লারের ফাঁসি মকুবের জন্য ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ প্রার্থনা করেন৷ স্মারকপত্রে বলা হয়, ইউরোপীয় ইউনিয়ন যেন বিষয়টি সরকার ও রাষ্ট্রপতির কাছে তোলে৷ তাঁদের মতে, পুলিশ তার ওপর অত্যাচার করে তার স্বীকারোক্তি আদায় করেছিল৷ বর্তমানে ভুল্লার মানসিকভাবে অসুস্থ এবং গত প্রায় দু'বছর ধরে তিনি রয়েছেন মানসিক হাসপাতালে৷ দ্বিতীয়ত, সুপ্রিম কোর্টের আদেশ সর্বসম্মত নয়৷ তিনজন বিচারকের একজন এর বিরুদ্ধে রায় দেন৷

Singh Bhullar Todesstrafe Deutschland Indien Protest
২০০৩ সালে ব্রিটেনে শিখদের বিক্ষোভছবি: AP

ভুল্লারের ফাঁসি কার্যকর করা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক৷ আগামী বছরের নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী গত মঙ্গলবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন৷ ফাঁসি কার্যকর হলে পাঞ্জাবে এবং অন্যত্র যে রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং পাঞ্জাবে যে শান্তি, শৃঙ্খলা নিয়ে সমস্যা দেখা দিতে পারে সে বিষয়ে তাকে অবহিত করেন ৷

সরকার ভুল্লারের মানসিক পরীক্ষার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের কথা ভাবছে৷ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদলের নেতৃত্বে শিখ রাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনগুলি প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে দেখা করে ভুল্লারের ফাঁসি মকুব করার আবেদন জানিয়ে বলেন, ভুল্লার ইতিমধ্যেই নয় বছর ধরে যথেষ্ট শাস্তি ভোগ করেছেন৷ কাজেই তার শাস্তি লঘু হওয়া উচিত৷ ভুল্লারের আইনজীবী রাষ্ট্রপতির কাছে তার প্রাণভিক্ষার আবেদন জানিয়েছেন৷

আদালত মনে করে, ফাঁসি কার্যকরে বিলম্ব হওয়া বা অপরাধীর মানসিক অসুস্থতা শাস্তি মকুবের কারণ হতে পারে না৷ যাঁরা অপরাধীর প্রতি দয়া ও অনুকম্পার কথা বলছেন, তাঁরা কিন্তু অপরাধীর হাতে অন্য যাঁরা নিহত হয়েছেন, তাঁদের প্রতি এতটুকু অনুকম্পা বা সহানুভূতি দেখাচ্ছেন না৷

ভারতে বিরলতম বিরল অপরাধে ফাঁসি হয়৷ সুপ্রিম কোর্ট ফাঁসির আদেশ দিলেও তা কার্যকর হয় না সময় মতো৷ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন পড়ে থাকে বছরের পর বছর৷ বর্তমানে সরকার একটু কড়া হয়েছে এ বিষয়ে৷ সম্প্রতি প্রণব মুখোপাধ্যায় ২০১২ সালে রাষ্ট্রপতি হবার পর, এ যাবৎ ১০ জনের ফাঁসির আবেদন নাকচ করে দেন তিনি৷

উল্লেখ্য, ১৯৯৩ সালের সন্ত্রাসী হামলা ১৯৮৪'তে শিখ ধর্মস্থান গোল্ডেন টেম্পল-এ সরকারের হানা দেয়ার বদলা হিসেবে দেখা হয়৷ ঐ ঘটনার জের ধরে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নিহত হন তাঁরই শিখ দেহরক্ষীর গুলিতে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য