সরকারের অর্থ অপচয় না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
৬ সেপ্টেম্বর ২০২৩মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি এ নির্দেশনা দেন৷
সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীকে উদ্বৃত্ত করে প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেছেন ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে সরকার ক্ষতিগ্রস্ত লোকদের জমির বাজার মূল্যের চেয়ে ৩ গুণ বেশি ক্ষতিপূরণ দিচ্ছে৷ কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে যেন রাতারাতি কেউ অস্থায়ী কাঠামো তৈরি করে ক্ষতিপূরণ দাবি না করতে পারে৷''
প্রকল্প বাস্তবায়নের সময় যেন নকশার পরিবর্তন না করতে হয় তাই উন্নয়ন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রকল্পের নকশা তৈরি করার সময় আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী৷
এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী ও তার সরকারকে একনেকের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানানো৷
খুব শিগগিরই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেলের অবশিষ্ট অংশ চালু করা হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান৷
এসএইচ/এসিবি (দ্য ডেইলি স্টার)