1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সরকারের নীতিনির্ধারকেরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে স্পষ্ট ধারণা রাখেন কিনা সন্দেহ আছে: নূর খান

২৬ নভেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সুরক্ষা ও স্বাধীনতার আশ্বাস দেয়া হলেও একটি মহলের হুমকি, হামলা এখনো চলমান৷

https://p.dw.com/p/4nSuC

গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের ভুমিকা স্পষ্ট নয় বলে মনে করেন মানবাধিকার কর্মী ও গুম কমিশনের সদস্য নূর খান। তিনি বলেন, " সরকারের যারা নীতিনির্ধারক, তারা আসলে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ব্যাপারে স্পষ্ট ধারণা রাখেন কিনা আমার সন্দেহ আছে। তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা সংহত করার কথা বলার পাশাপাশি তার সঙ্গে আবার ফ্যাসিবাদকে কানেক্ট করছেন, সেই জায়গায় বিভ্রান্তি ছড়িয়ে যেতে পারে। এখন যে ঘটনা ঘটছে- প্রথম আলোর জিয়াফত খাওয়ানো হচ্ছে, হুমকি ধামকি- এটা শুধু আইনবিরোধী না,  মানবতার সব কিছুকে লঙ্ঘন করছে।”

" কোনো কোনো মহল থেকে এখন যে ভাষায় কথা বলা হচ্ছে, গণতন্ত্রের নামে, সেটা যদি বহাল থাকে তাহলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে,” বলেন তিনি।