সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসে খালিস্তানি হামলা
২১ মার্চ ২০২৩লন্ডনে খালিস্তানিরা ভারতীয় দূতাবাস থেকে জাতীয় পতাকা নামিয়ে দেয়। কিন্তু সান ফ্রান্সিসকোতে বিশাল খালিস্তানপন্থি জনতা ভারতীয় কনসুলেট আক্রমণ করে। কনসুলেটের বাইরের দেওয়ালে রঙ দিয়ে লেখে 'ফ্রি অমৃতপাল' বা অমৃতপালকে মুক্তি দিতে হবে। এই খালিস্তানি নেতাকে সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে।
ভারত ইতিমধ্যেই অ্যামেরিকার কাছে প্রবল প্রতিবাদ জানিয়েছে। এই ধরনের ঘটনা যাতে না হয়, তা বলা হয়েছে। ভারত সরকারের পক্ষ থেকে লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন সরকারকে তাদের ন্যূনতম দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। তাদের বলা হয়েছে, তারা যেন উপযুক্ত ব্যবস্থা নেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়।
কী হয়েছিল
খালিস্তানপন্থিদের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, তারা কনসুলেটের দরজা ও জানলার কাচ ভাঙছে। খালিস্তানি পতাকা উড়িয়ে দিচ্ছে। কনসুলেটের কর্মীদের মারধর করা হয়েছে। তাড়া করা হয়েছে। কনসুলেটে ঢোকার দরজা বন্ধ করে দেয়ার পর তারা সেই দরজা ভাঙার চেষ্টা করেছে।
লন্ডনের ঘটনা
লন্ডনেও দূতাবাসে ভারতীয় পতাকা নামিয়ে দেয় খালিস্তানপন্থিরা। খালিস্তানি পতাকা লাগিয়ে দেয়া হয়। ভারতীয় দূতাবাসের কর্মীরা দ্রুত সেই খালিস্তানি পতাকা খুলে বড় জাতীয় পতাকা লাগিয়ে দেন।
এরপর দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটেনের ডেপুটি হাই কমিশনারকে ডেকে পাঠায়। তাকে জানিয়ে দেয়া হয়, ভারত চায়, যারা পতাকা খুলেছিল, তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিক যুক্তরাজ্য। ভারতের অভিযোগ, হাইকমিশনে যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ছিল না।
ব্রিটিশ কর্মকর্তারা এই ঘটনার নিন্দা করেছেন। লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, ''আমরা এই ঘটনার নিন্দা করি। আমাদের দেশে এই ধরনের ব্যবহার অমার্জনীয়।''
অমৃতপাল সিং গ্রেপ্তার
খালিস্তানপন্থি নেতা অমৃতপাল সিং-কে গ্রেপ্তার করা হয়েছে বলে রোববার জানিয়েছে পাঞ্জাব পুলিশ। সম্প্রতি অমৃতপাল বিনা অনুমতিতে পাঞ্জাব-জুড়ে খালিস্তানি বিক্ষোভের আয়োজন করেছিল। তারপরই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পা়ঞ্জাব পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
অমৃতপালকে গ্রেপ্তার করার প্রতিবাদেই যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় বিক্ষোভ দেখিয়েছেন খালিস্তানপন্থিরা।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স, পিটিআই)