1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সামরিক কুচকাওয়াজে গুলি, পশ্চিমা কূটনীতিকদের তলব

২৩ সেপ্টেম্বর ২০১৮

ডেনমার্ক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ চার্জ দ্য অ্যাফেয়ার্সকে রোববার তলব করেছে ইরান৷ ইরান সরকারের অভিযোগ, এই রাষ্ট্রগুলি আহভাজ শহরে জঙ্গি হামলায় মদদ দিয়েছে৷

https://p.dw.com/p/35MOY
ছবি: picture-alliance/AP/ISNA/S.H. Najaf

এর আগে শনিবার হামলার পরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ টুইটারে জানিয়েছিলেন, বন্দুকধারীরা ‘বিদেশি একটি শক্তির অর্থে নিয়োগপ্রাপ্ত, প্রশিক্ষিত এবং সশস্ত্র জঙ্গি৷'

পরে আল-আহভাজিয়েহ নামের সুন্নি মতাবলম্বী জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করে৷ শনিবার সামরিক কুচকাওয়াজে এ হামলায় অন্তত ২৫ জন নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হন

ডেনমার্ক, নেদারল্যান্ডস ও ব্রিটেনের বিরুদ্ধে জঙ্গি সংগঠনটির সদস্যদের সহায়তার অভিযোগ এনেছে ইরান সরকার৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আল-আহভাজিয়েহ সংগঠনটিকে কালো তালিকাভুক্ত না করার বিষয়টি কোনোভাবেই মেনে নেবে না ইরান সরকার৷

এর আগে বন্দুকধারীদের ‘তাকফিরি' বলে উল্লেখ করে আইআরএনএ৷ ইসলামিক স্টেটের সদস্যদের এই নামে ডাকা হতো৷ পরে আইএসের মুখপত্র আমাক-এর মাধ্যমে সংগঠনটি দায় স্বীকার করলেও তা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি৷

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, মোটরসাইকেলে চড়ে আসা দুই বন্দুকধারী চালিয়েছে এই হামলা৷

আঞ্চলিক উত্তেজনা

শনিবারের টুইটে কিছু ‘প্রতিবেশী রাষ্ট্র' ও তাদের ‘মার্কিন প্রভু'কে এই হামলার জন্য দায়ী করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভাদ জারিফ৷

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মাধ্যমে আঞ্চলিক প্রভাব বাড়াতে ইরান ও সৌদি আরব কতটা মরিয়া, তা আরো স্পষ্ট হয়ে উঠেছে৷

তেহরান বরাবরই মধ্যপ্রাচ্যে রিয়াদকে পেছন থেকে সমর্থন দিয়ে যাওয়ায় ওয়াশিংটনকে দোষারোপ করে আসছে৷

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দিন দিন খারাপের দিকেই যাচ্ছে৷ ইরানের সাথে পশ্চিমা ক্ষমতাধর দেশগুলোর পরমাণু চুক্তি থেকে নাম প্রত্যাহার ও নতুন করে অর্থনৈতিক অবরোধ আরোপের পর তা বাজে দিকে মোড় নিয়েছে৷

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনি আহভাজে হামলাকে ‘এই অঞ্চলের মার্কিন সমর্থিত সরকারগুলোর ষড়যন্ত্র' বলে আখ্যা দিয়েছেন৷ ইরানকে অস্থিতিশীল করতেই এই ‘চক্রান্ত' বলেও মন্তব্য করেছেন তিনি৷

ইরানের রেভল্যুশনারি গার্ডের এক মুখপাত্র হামলাকারীরা ‘সৌদি সমর্থিত' বলে অভিযোগ করেছেন৷

ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজ৷ তেল-সমৃদ্ধ এই এলাকায় আরব বিচ্ছিন্নতাবাদীরা অতীতে অনেকবার তেলের পাইপলাইনে হামলা চালিয়েছে৷ শিয়া অধ্যুষিত ইরানের এই অঞ্চলে সুন্নিদের প্রাধান্য বেশি৷ আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএসও সুন্নি মতাদর্শে বিশ্বাসী৷

গত বছরের ৭ জুন রাজধানী তেহরানে পার্লামেন্ট ভবনে হামলা চালায় আইএস জঙ্গিরা৷ হামলা হয় আয়াতুল্লাহ রুহোল্লাহ খোমেনির মাজারেও৷ সেসব হামলায় অন্তত ১৮ জন নিহত ও ৫০ জন আহত হন৷

এডিকে/এসিবি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান