‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের আরও সক্রিয় হতে হবে'
৭ সেপ্টেম্বর ২০২৩বুধবার (৬ সেপ্টেম্বর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহযোগী সংঘটনের শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকে তিনি এ মন্তব্য করেন৷
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি৷ এখন তারা (বিরোধীরা) অপপ্রচার চালানোর জন্য এই মাধ্যম ব্যবহার করছেন৷''
নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে শেখ হাসিনা উপস্থিত নেতৃবৃন্দকে সরকারের বিপুল অর্জন ও সাফল্য সেখানে তুলে ধরার আহ্বান জানান৷
আওয়ামী লীগ সামাজিক যোগাযোগমাধ্যমে পিছিয়ে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘‘রাজপথে ব্যর্থতার পর বিরোধী দলগুলো এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি সক্রিয়৷ এখন সাইবার যুদ্ধে জিততে আমাদের আরও সক্রিয় হতে হবে৷''
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে এক হয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি৷
আওয়ামীলীগের সঙ্গে জনগণের সমর্থন রয়েছে উল্লেখ করে দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই৷ আমরা এখানে আছি এবং থাকব৷''
এসএইচ/কেএম (দ্য ডেইলি স্টার)