1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিবিআই হেফাজতে কেজরিওয়াল, কেন্দ্রের বিরুদ্ধে সরব স্ত্রী

২৭ জুন ২০২৪

কেজরিওয়ালকে যেনতেনপ্রকারেণ জেলে রাখাই কেন্দ্রীয় সরকারের লক্ষ্য। অভিযোগ সুনিতা কেজরিওয়ালের।

https://p.dw.com/p/4hZCW
দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়ালছবি: Hindustan Times/Sipa USA/picture alliance

গত ২০ জুন দিল্লির আদালত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জামিনে মুক্তি দিয়েছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই ইডি ওই নির্দেশের উপর একটি স্থগিতাদেশের ব্য়বস্থা করে। দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের জামিন বাতিল করে। অন্য়দিকে আদালত চত্বরেই কেজরিওয়ালকে নতুন করে গ্রেপ্তার করে সিবিআই। তারাও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নতুন করে মামলা করেছে।

সিবিআই-এর মামলার শুনানির পর আদালত বলেছে, মুখ্য়মন্ত্রীকে ভুল কারণে গ্রেপ্তার করা হয়েছে, এমন কথা বলার পরিস্থিতি এখনো তৈরি হয়নি। তবে সিবিআইকে খেয়াল রাখতে হবে, মামলা সাজানোর ক্ষেত্রে তারা যেন অতি সক্রিয় না হয়ে ওঠে। আদালত কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠিয়েছে। তবে একই সঙ্গে আদালত জানিয়েছে, প্রতিদিন অন্তত এক ঘণ্টা করে মুখ্য়মন্ত্রী তার স্ত্রীর সঙ্গে দেখা করতে পারবেন। বাড়ির খাবারও খেতে পারবেন।

কেজরিওয়ালের স্ত্রী সুনিতার অভিযোগ, কেন্দ্রীয় সরকার একনায়কের মতো আচরণ করছে। সমস্ত এজেন্সিকে ব্য়বহার করে তারা কেজরিওয়ালের জেলে থাকা সুনিশ্চিত করতে চাইছে। সে কারণেই ইডি-র পর সিবিআই নতুন করে মামলা সাজাচ্ছে তার বিরুদ্ধে। এনিয়ে উচ্চ আদালতে যাওয়ার কথাও বলেছেন তিনি।

উল্লেখ্য, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন কেজরিওয়ালের আইনজীবীরা। তবে সেটা ছিল ইডির মামলা নিয়ে। নতুন করে সিবিআই গ্রেপ্তার করায় সেই জামিনের আবেদন প্রত্যাহার করে নেন কেজরিওযআলের আইনজীবীরা। ফলে নিম্ন আদালত জামিন দিলেও আপাতত বাইরে আসার কোনো রাস্তা দিল্লির মুখ্য়মন্ত্রীর সামনে খোলা নেই।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)