সবচেয়ে বেশি ধর্ষণ হয় সুইডেনে!
২৭ আগস্ট ২০১৬ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দরের বহির্গমন বিভাগে প্রদর্শিত বিলবোর্ডটিতে দাবি করা হয়েছে যে, বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণ হয় সুইডেনে৷ বলা বাহুল্য, তুরস্ক এবং ইউরোপের মধ্যে চলমান অস্থিরতায় ঘি ঢেলেছে নতুন এই বিজ্ঞাপন৷
ইংরেজি এবং তুর্কি ভাষায় বিজ্ঞাপনটিতে লেখা হয়েছে: ‘‘ভ্রমণ সতর্কতা! আপনি কি জানেন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ধর্ষণের হার ইউরোপে?'' বিলবোর্ড বিজ্ঞাপনে এই লাইনটির সঙ্গে সেদেশের সরকারপন্থি পত্রিকা ‘গুনেশ'-এর প্রথম পাতার একটি ছবিও রয়েছে৷ সেখানে শিরোনামে লেখা, ‘‘ধর্ষণের দেশ সুইডেন৷''
গত সপ্তাহে বিজ্ঞাপনটি প্রকাশের পর তুরস্কে টুইটারে ব্যাপক আলোচনা শুরু হয়৷ ইংরেজিতে #ডোন্টট্রাভেলটুসুইডেন হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে মন্তব্য করেছেন এই নিয়ে৷
উল্লেখ্য, সম্প্রতি তুরস্কে ধর্ষণ বিষয়ক আইনে পরিবর্তনের প্রস্তাব নিয়ে সেদেশের আদালতের এক সিদ্ধান্তের সমালোচনা করেন সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গট ওয়ালস্ট্রম৷ সেদেশে ১২ বছরের কম বয়সিদের যৌন নির্যাতন করা হলে কঠোর শাস্তি এবং ১২ থেকে ১৮ বছর বয়সিদের যৌন নির্যাতন করা হলে সে তুলনায় কিছুটা শিথিল শাস্তি ঘোষণার পরিকল্পনা করা হচ্ছে৷ বিষয়টি নিয়ে আন্তর্জাতিক স্তরে অনেকেই প্রতিবাদ করেছেন৷
ওয়ালস্ট্রম সেই পরিবর্তনের সমালোচনা করায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু বলেছেন, এর মধ্য দিয়ে ইউরোপে রেসিজম এবং ইসলামবিরোধী মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে৷
এদিকে, গুনেশ জানিয়েছে, তুরস্কের সম্মানহানিকর প্রচারণায় সুইডেন যোগ দেয়ায় প্রতিবেদনটি প্রকাশ করেছে পত্রিকাটি৷ এটি অস্ট্রিয়ার একটি পত্রিকায় প্রকাশিত ‘‘১৫ বছরের কম বয়সি শিশুদের সঙ্গে যৌন সম্পর্কের সুযোগ দিচ্ছে তুরস্ক'' শিরোনামের কথাও উল্লেখ করেছে৷ এরকম সংবাদ প্রকাশের কারণে অস্ট্রিয়ার উপরও চটেছে তুরস্ক৷
আঙ্কারার অবস্থিত সুইডেনের দূতাবাস থেকে অবশ্য গুনেশ-এর বিজ্ঞাপন সম্পর্কে প্রতিক্রিয়া জানানো হয়েছে৷ দূতাবাস কর্তৃপক্ষ টুইটারে জানিয়েছে কীভাবে সেদেশে ধর্ষণের সংখ্যা গণনা করা হয়৷ ইউরোপের মধ্যে সুইডেনে ধর্ষণের হার ‘অ্যাভারেজ', অর্থাৎ গড়ে অন্যান্য দেশ থেকে কম বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷
এআই/ডিজি (এএফপি, রয়টার্স)
তুরস্কের এই দাবির পিছনে কী কারণ থাকতে পারে? জানান আপনার মত, লিখুন নীচের ঘরে৷