1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুদানে পুলিশের গুলিতে নয় বিক্ষোভকারী নিহত

৩ জুন ২০১৯

সামরিক সরকারের সদরদপ্তরের সামনে কয়েক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে৷সোমবার তাদের সেখান থেকে উঠিয়ে দেয়ার চেষ্টা করা হলে পুলিশের গুলিতে অন্তত নয়জন প্রাণ হারিয়েছেন বলে বিক্ষোভকারীদের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে৷

https://p.dw.com/p/3Jg8B
Sudan Soldaten in Khartum
ছবি: Getty Images/AFP/M. El-Shahed

সুদানে গত এপ্রিলে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকার উৎখাতের পর ক্ষমতা নিয়েছে একটি সামরিক পরিষদ৷ তখন থেকেই  চলছে এই বিক্ষোভ৷

আরবি ভাষার কয়েকটি টেলিভিশন চ্যানেলে গুলির শব্দ শুনে বিক্ষোভকারীদের ছোটাছুটি করতে দেখা গেছে৷ আহতদের সেখান থেকে সরিয়ে নেয়ার ছবিও দেখা গেছে৷

সুদানে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ইরফান সিদ্দিক জানিয়েছেন, তিনি তাঁর বাসা থেকে ‘প্রচণ্ড গোলাগুলির' শব্দ শুনেছেন৷

এদিকে, সোমবারের ঘটনার প্রতিবাদে বিক্ষোভের ডাক দিয়েছে ‘সুদানিজ প্রফেশনালস এসোসিয়েশন'৷ এই সংস্থাটিই সামরিক নিয়ন্ত্রণ থেকে দেশের ক্ষমতা বেসামরিক হাতে ফিরে আসার দাবিতে বিক্ষোভের আয়োজন করেছিল

কয়েক মাস ধরে চলা সরকারবিরোধী আন্দোলনের পর গত ১১ এপ্রিল ওমর আল-বশির সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী৷ তারপর নতুন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার কথা জানায় সামরিক পরিষদ৷

কিন্তু সুদানের অনেকে মনে করছেন, এই পরিষদ ওমর আল-বশিরের মতোই ক্ষমতা হস্তান্তর না করে ক্ষমতায় থেকে যাবে৷ ওমর আল-বশির প্রায় ৩০ বছর প্রেসিডেন্ট ছিলেন৷

এদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন, তা নিয়ে সম্প্রতি বিক্ষোভকারীদের নেতা ও সামরিক পরিষদের মধ্যে একটি বৈঠক হয়৷ তবে সেখানে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি তাঁরা৷

জেডএইচ/কেএম (এএফপি, রয়টার্স)