সুস্থ, সুন্দর স্বপ্নের মতো উজ্জ্বল ত্বক
আমাদের শরীরের সবচেয়ে বড় অঙ্গ হলো ত্বক৷ সুস্থ, সুন্দর, উজ্জ্বল ও মসৃণ ত্বক সকলেরই কাম্য৷ তাছাড়া ‘সুন্দর মুখের জয় সর্বত্র’ – কথাটা পুরোপুরি সত্য না হলেও, একেবারে মিথ্যে নয়৷ তাই সুন্দর ত্বকের জন্য ছবিঘরে থাকছে ১১টি টিপস৷
ভালো করে মুখ পরিষ্কার করুন
ত্বকের যত্ন নির্ভর করে ত্বকের ধরনের ওপর৷ সাধারণভাবে একটি হালকা ‘ক্লিনজিং মিল্ক’ বা ‘ফেসওয়াশ’ দিয়ে মুখ ভালো করে ধুয়ে ফেলুন, দিনে অন্তত একবার৷ তারপর মেখে নিন ‘অ্যালকোহল ফ্রি টোনার’৷ ঘরে থাকা গোলাপজলও টোনারের কাজ করে৷ এছাড়া সপ্তাহে একবার স্ক্রাবার ব্যবহার করুন৷ তবে ত্বকের যত্ন করতে হবে সময় থাকতেই, অর্থাৎ বলিরেখা, দাগ ইত্যাদি হবার আগে৷
ত্বকের রক্ষাকবচ ‘সানক্রিম’
ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে ‘সানক্রিম’৷ দিনেরবেলায় ঘরের বাইরে যাওয়ার সময় তাই অবশ্যই সানক্রিম ব্যবহার করবেন৷ সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের মহাশত্রু৷ তবে শীতকালীন রোদে থাকে ভিটামিন ‘ডি’, যা আমাদের শরীরের জন্য খুবই দরকার৷ অবশ্য সেটা দিনে ১০ থেকে ১৫ মিনিটের বেশি নয়৷
ত্বকের প্রয়োজন আদ্রতা
ত্বক পরিষ্কারের পর একটা টানটান অনুভূতি বা শুষ্ক মনে হলে অবশ্যই আদ্রতাযুক্ত ক্রিম ব্যবহার করতে হবে৷ কারণ শুষ্ক ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায় এবং বলিরেখা পড়ে৷ ‘অ্যালোভেরা’ এবং ‘থার্মাল ওয়াটার’ ত্বককে স্থির বা স্বাভাবিক রাখতে সাহায্য করে৷ তৈলাক্ত ত্বকে ব্রণ বা দাগের সমস্যা হলে ত্বক পরিষ্কার রাখাটাই সবচেয়ে জরুরি, বলেন জার্মানির ত্বক বিশেষজ্ঞ আকস্ট গার্ডারমান৷
ত্বক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা নয়!
অনেকেই নিজের ত্বক নিয়ে পরীক্ষা করে থাকেন, অর্থাৎ ত্বকের বিভিন্ন ক্রিম, যা বিজ্ঞাপনের নমুনা হিসেবে বিভিন্ন দোকান থেকে দেওয়া হয়, সে’সব ব্যবহার করেন৷ এটা কিন্তু আপনার ত্বকের জন্য ক্ষতিকারক হতে পারে৷ তাই কোনো ক্রিম ব্যবহারের আগে সরাসরি ত্বক বিশেষজ্ঞের কাছে গিয়ে নিজের ত্বক কোন ধরনের সেটা জেনে নেয়া ভালো৷ ত্বক সাধারণত, তৈলাক্ত, শুষ্ক বা সংবেদনশীল হয়ে থাকে৷
ব্রণ হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন
কেই বা এটা না চেনে? মুখের ত্বকে কিছু একটা হলেই সেটাকে আঙুল দিয়ে খুঁটিয়ে বড় করা, যাতে ‘ইনফেকশ’ পর্যন্ত হয়ে যায় আর সেটা ভালো হতে অনেক সময় লাগে৷ তাই সেরকম কিছু হলে বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত অথবা ঘরে ‘স্যালিসিলিক অ্যাসিড’ অথবা জিঙ্ক-এর সাহায্য নেয়া যেতে পারে৷ এমনটাই পরামর্শ ত্বক বিশেষজ্ঞ আকস্ট গার্ডারমানের৷
ত্বকের উপযোগী স্বাস্থ্যকর খাবার
ভালো ক্রিম ব্যবহার করাই ত্বকের জন্য যথেষ্ট নয়! সুস্থ ত্বকের জন্য চাই স্বাস্থ্যকর খাবার৷ হলুদ, আদা এবং থাইমে রয়েছে ‘অ্যান্টিঅক্সিডেন্ট’৷ ‘ওমেগা থ্রি’ বা ‘ফ্যাটি অ্যাসিডযুক্ত’ মাছও ত্বকের জন্য ভালো৷ এটা বার্ধক্যরোধেও সহায়ক৷ এছাড়া আখরোটে রয়েছে ‘অ্যামিনো অ্যাসিড’, যা ত্বককে সুন্দর করে৷ হলুদ ও কমলা রঙের ফল এবং সবজিতে ভিটামিন-এ তথা ‘বিটা ক্যারোটিন’ রয়েছে, যা সুন্দর ত্বকের সহায়ক৷
ঘুমের মধ্যে ত্বকের যত্ন
ঘুমের মধ্যে ত্বক মেদ থেকে ক্ষরিত রস কমায়৷ ত্বক থেকে পানি খরচ হয় কম এবং রক্ত চলাচল করে৷ ত্বকের কোষগুলোও ভালোভাবে কাজ করে৷ তাছাড়া রাতে অন্যান্য অনেক উপাদান ঠিকমতো গ্রহণ করে থাকে ত্বক৷ বিশেষ করে শুষ্ক ত্বক বা পরিণত ত্বক রাতের ক্রিম বা ‘অ্যান্টিএজিং ক্রিম’ ভালোভাবে গ্রহণ করে এ সময়৷ তবে আর যাই করুন, ঘুমানোর আগে মেকআপ তুলতে ভুলবেন না কিন্তু!
শক্রু ধোঁয়া, ধুলোবালি আর নিকোটিন
সূর্যের অতিবেগুনি রশ্মি এবং ধূমপান ত্বকের ক্ষতি করে৷ তাই প্রয়োজনে তেল, সুগন্ধী অথবা কেমিক্যাল ছাড়া ক্রিম ব্যবহার করা যেতে পারে৷ ত্বকের জন্য প্রয়োজন ভিটামিন-সি, বিটা ক্যারোটিন ইত্যাদি৷ তবে অতিরিক্ত ভিটামিনও কিন্তু ত্বকের ক্ষতি করতে পারে৷ তাই কোনো কিছু বেশি পরিমাণে ব্যবহার করার আগে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
মেকআপ নারীকে আরো সুন্দর করে
মেকআপের জন্য ট্রেনিং লাগে না৷ শুধু জানতে হবে কোন মেকআপ আপনার জন্য আদর্শ৷ যেমন শুষ্ক ত্বকের জন্য ‘ক্রিম’ আর তৈলাক্ত ত্বকের জন্য চাই ‘কমপ্যাক্ট’ মেকআপ৷ লক্ষ্য রাখবেন ফাউন্ডেশন যেন ভালোভাবে মিশে যায়৷ তাছাড়া ‘অকেশন’ অনুযায়ী মেকআপ নিতে হবে, অর্থাৎ সাজটা অফিস, বিয়ে বাড়ি নাকি বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য! আসল কথা, মেকআপের পরও যেন ‘ন্যাচারাল লুক’ বজায় থাকে৷
বেবি ক্রিম
বড়দের শুষ্ক এবং সংবেদনশীল ত্বকের জন্য শিশুদের ‘বেবি ক্রিম’ বেশ ভালো কাজে দেয়৷ শিশুদের ত্বক যেমন সংবেদশীল হয়, বয়স্কদের ক্ষেত্রেও অনেকটা সেরকমই হয়ে থাকে৷ তাই নানি, দাদিরা যদি নাতি, নাতনির ক্রিম ব্যবহার করেন, তাতে ভুলের কিছু নেই৷ এছাড়া শশা, টক দই, বেসন, পাকা পেঁপেও ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে৷
ত্বকের যত্নে ব্যায়ামের ভূমিকা
ব্যায়াম বা শরীরচর্চা করলে ত্বকের রক্ত চলাচল ভালো হয়, ত্বক হয় মসৃণ ও টানটান৷ তার সঙ্গে সঙ্গে ত্বকের রঙে আসে একটা গোলাপি আভা৷ নিয়মিত ব্যায়াম বা খেলাধুলা করলে শরীরে চর্বি জমতে পারে না আর পেশিও হয় শক্ত৷ এক্ষেত্রে ত্বক বিশেষজ্ঞের একটি বাড়তি পরামর্শ, ‘‘বেশি বেশি হাসুন, মুহূর্তেই আপনাকে অনেক বেশি তরুণ এবং সুন্দর দেখাবে৷’’