সেটে ঢুকে অভিনেতা সালমান খানকে হুমকি
এর আগে দুবার বলিউড অভিনেতা সালমান খানকে মারার হুমকি দেওয়া হয়েছিল টেলিফোনে। বুধবার শুটিংয়ের সেটে ঢুকে তাকে হুমকি দেওয়া হলো।
সেটে ঢুকে হুমকি
মুম্বইয়ের দাদরে সালমানের শুটিং চলছে। বুধবার রাতে সেখানে আচমকাই ঢুকে পড়েন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সালমানের দেহরক্ষীরা তাকে আটক করলে লরেন্সের নাম করে হুমকি দেয় সে।
পুলিশ হেফাজতে
এরপরেই সালমানের দেহরক্ষীরা পুলিশে খবর দেয়। শিবাজী পার্ক থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে। রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। কিন্তু কী করে কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে সে সেটে ঢুকে পড়ল, তা এখনো স্পষ্ট নয়।
বাবা সিদ্দিকি হত্যা
সালমান ঘনিষ্ঠ এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে সম্প্রতি প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় নাম জড়িয়েছে বিশ্নোই গোষ্ঠীর। বাবা সিদ্দিকি হত্যার পরেই বার বার সালমানের কাছে হুমকি ফোন আসতে শুরু করে। কখনো পাঁচ কোটি, কখনো দুই কোটি টাকা চাওয়া হয়েছে তার কাছে।
বিশ্নোই গ্যাং কী
লরেন্স বিশ্নোই বিশ্নোই গ্যাংয়ের মাথা। সে এখন গুজরাটে জেলবন্দি। কিন্তু জেল থেকেই সে গ্যাং চালাচ্ছে বলে অভিযোগ। তার ভাই আনমোল ফেরার। আনমোল বিদেশে আছে বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা। তার মাথার দাম ১০ লাখ টাকা। বিদেশ থেকে আনমোল বাবা সিদ্দিকি হত্যার পরিকল্পনা করেছিল বলে গোয়েন্দাদের আশঙ্কা। সালমানকে বার বার হুমকি দেওয়ার পিছনে তারও হাত আছে বলে মনে করা হচ্ছে।
চিংকারা হত্যা
হরিণের একটি প্রজাতির নাম চিংকারা। বিশ্নোই সম্প্রদায়ের কাছে এই চিংকারার বিরাট গুরুত্ব। সম্প্রদায়গতভাবে তারা চিংকারা সংরক্ষণ করে। সালমান খানের নাম জড়িয়ে আছে এই চিংকারা হত্যার সঙ্গে। ফলে বহুদিন ধরেই সালমানের সঙ্গে বিশ্নোই সম্প্রদায়ের বিরোধ চলছে।
প্রকাশ্যে ক্ষমা
বিশ্নোই সম্প্রদায়ের দাবি, চিংকারা হত্যার জন্য সালমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কিন্তু এখনো পর্যন্ত সালমান তা করেননি। লরেন্স বিশ্নোই গ্যাংও এই কারণে তাকে বার বার হুমকি দিচ্ছে বলে মনে করা হচ্ছে।