স্পেনে সমকামী ভেবে হত্যা, অভিযুক্ত চার
২৫ নভেম্বর ২০২৪২০২১ সালে আ করুনিয়া শহরে এক নাইট ক্লাবের বাইরে স্যামুয়েল লুইসকে হত্যা করা হয়েছিল৷ এরপর দেশজুড়ে বিক্ষোভ হয়েছিল৷
ওই হত্যায় জড়িত থাকার দায়ে ডিয়েগো মনতানিয়া, আলেখান্দ্রো ফ্রাইরে ও কাইয়ো আমারাল ও আলেখান্দ্রো মিগেজকে অভিযু্ক্ত করা হয়েছে৷
আ করুনিয়া শহরের জুরি জানান, এটি প্রমাণ করা গেছে যে, চারজনের এই গ্রুপের প্রধান মনতানিয়া কথা ও পোশাক দেখে মনে করেছেন, লুইস একজন সমকামী৷ সে কারণে তিনি হামলার আগে লুইসকে উদ্দেশ্য করে সমকামীবিরোধী মন্তব্য করেছিলেন৷
এই রায়ের পর স্পেনের সমতাবিষয়ক মন্ত্রী আইরিন মনটেরো এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ‘‘এলিজিবিটিফোবিয়া, যেটি থেকে হত্যাকাণ্ড ঘটে, সেটি মন্তব্য বা ‘জোকস' দিয়ে শুরু হয়- যা ঘৃণ্য, ক্ষতিকারক এবং অবশ্যই বন্ধ করতে হবে৷''
অভিযুক্তদের ২২ থেকে ২৭ বছরের কারাদণ্ড চেয়েছেন প্রসিকিউটরেরা৷
স্পেনে ২০২৩ সালে লিঙ্গ পরিচয় সংশ্লিষ্ট ৩৬৪টি হেট ক্রাইম হয়েছে এবং ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে৷ তবে ‘ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর ফান্ডামেন্টাল রাইটস' বলেছে, হেট ক্রাইমের শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশ রিপোর্ট করা হয়৷
জেডএইচ/এসিবি (রয়টার্স)