1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘স্বল্পসংখ্যায় বাংলা ছবি যদি না বেরোয়, এই শিল্প মরে যাবে’

১৯ ডিসেম্বর ২০২৪

চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন বলেন,  "হিন্দি ছবি বা প্যান ইন্ডিয়ান ছবি (যেমন, পুষ্পা বা আরআরআর) আপাতভাবে অনেকটা চাকচিক্যপূর্ণ। সব সময় অর্থ দিয়েই ভালো ছবি তৈরি হয় না। অভিনব বিষয় এবং আঙ্গিক দিয়ে যদি স্বল্প অর্থে আমরা ভাল বাংলা ছবিতে করতে পারি ,তাহলেই সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। আন্তর্জাতিক চলচ্চিত্র দেখে বাংলা ছবির মানটাকে আর উন্নত করতে হবে।"

https://p.dw.com/p/4oNWw