স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি চিকিৎসকদের
তিনদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের বাইরে অবস্থান বিক্ষোভ চালানোর পর এবার আদালতের দ্বারস্থ হওয়ার পরিকল্পনা চিকিৎসকদের।
আবার প্রতিবাদে ডাক্তাররা
পশ্চিমবঙ্গের মেডিক্যাল কাউন্সিলে ফিরেছেন অভীক দে এবং বিরূপাক্ষ বিশ্বাস। সোমবার কাউন্সিলের বৈঠকে যোগও দেন অভীক। তার প্রতিবাদে সোমবার দুপুর থেকে পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের দফতরের সামনে অবস্থানে বসেছেন ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স’-এর প্রতিনিধিরা।
কেন অভীক, বিরুপাক্ষ
অভীক, বিরূপাক্ষদের কাউন্সিলের বৈঠকে যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হয়েছে, তা নিয়ে বার বার প্রশ্ন ওঠে অবস্থানস্থল থেকে।
মেডিকেল কাউন্সিলের সামনে রাতভর অবস্থান
সল্টলেকে মেডিক্যাল কাউন্সিলের দপ্তরের বাইরে ত্রিপল টাঙিয়ে রাতভর অবস্থান করেছেন সিনিয়র ডাক্তারেরা।
কেন এই বিক্ষোভ
বিক্ষুদ্ধ চিকিৎসকদের দাবি, কাউকে না জানিয়ে অভীক কাউন্সিলের বৈঠকে যোগ দিয়েছিলেন সোমবার। মঙ্গলবারের বৈঠকে তিনি যোগ না দিলেও তিনি আবার ফিরে আসতে পারেন, এমনই আশঙ্কা চিকিৎসকদের।
মেডিকেল অফিসারের গাড়ি ঘিরে বিক্ষোভ
মেডিকেল কাউন্সিলিংয়ের ভাইস প্রেসিডেন্ট সুশান্ত কুমার রায়ের গাড়ি ঘিরে বিক্ষোভ চিকিৎসক আন্দোলনকারীদের।
গানে গানে বিক্ষোভ
চিকিৎসক আন্দোলনকারীদের গান ও আবৃত্তিতে মেতে উঠেছিল কাউন্সিল চত্বর।
চিকিৎসকদের দাবি
বিক্ষুব্ধ চিকিৎসকদের দাবি অভীক দে এবং বিরুপাক্ষ বিশ্বসকে আরজি করের ক্রাইম সিনে দেখা গেছিল। ফলে তাদের বরখাস্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। কেন তাদের ফিরিয়ে আনা হলো, তার জবাব দিতে হবে মেডিকেল কাউন্সিলকে।
আদালতের রাস্তা
১০. মঙ্গলবার রাতে চিকিৎসকেরা অবস্থান বিক্ষোভ তুললেও চলতি সপ্তাহেই তারা কলকাতা হাইকোর্টে এই বিষয়ে মামলা করবেন বলে হুমকি দিয়েছেন। একই সঙ্গে বিক্ষোভ কর্মসূচি জারি থাকবে বলেও জানিয়েছেন তারা।