1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হংকংয়ে সাত প্রধান গণতন্ত্রপন্থি নেতা দোষী সাব্যস্ত

১ এপ্রিল ২০২১

বেআইনি সমাবেশ করার দায়ে হংকংয়ে সাতজন গণতন্ত্রপন্থি নেতাকে দোষী সাব্যস্ত করল আদালত। তার মধ্যে মিডিয়া টাইকুন জিমি লাইও আছেন।

https://p.dw.com/p/3rSfx
বিক্ষোভ সমাবেশের আয়োজন করার জন্য সাত গণতন্ত্রপন্থি নেতাকে দোষী বলল আদালত।ছবি: Tyrone Siu/REUTERS

ধাক্কা খেলেন হংকংয়ের গণতন্ত্রপন্থিরা। সাতজন প্রমুখ গণতন্ত্রপন্থি নেতা বেআইনি সমাবেশের আয়োজন করা ও তাতে যোগ দেয়ার জন্য দোষী  বলে জানাল জেলা আদালত। এর মধ্যে মিডিয়া টাইকুন জিমি লাই আছেন। তেমনই আছেন, হংকংয়ে 'ফাদার অফ ডেমোক্রেসি' বলে পরিচিত ৮২ বছরের ব্যারিস্টার মার্টিন লি। আরেক ব্যারিস্টার মার্গারেট এবং অধিকাররক্ষা কর্মী লি ইয়ান, লিউং হাং, সিড হো-কেও দোষী সাব্যস্ত করেছে আদালত। আরো দুই গণতন্ত্রপন্থি নেতা আগেই নিজেদের দোষ স্বীকার করেছিলেন।

এই রায়ের পর ৬৪ বছর বয়সী লি ইয়ান বলেছেন, ''আমরা লড়াই চালিয়ে যাব।'' ২০১৯ সালের ১৮ অগাস্ট গণতন্ত্রপন্থিরা বিশাল প্রতিবাদ মিছিল করেছিলেন। প্রায় ১৭ লাখ মানুষ সেই প্রতিবাদে অংশ নিয়েছিলেন।

কিছু আইন বিশেষজ্ঞের মতে, মার্টিন লি-র এক থেকে দেড় বছর পর্যন্ত জেল হতে পারে। মিডিয়া টাইকুন জিমি লাইকে গতবছর অগাস্টে গ্রেপ্তার করা হয়। তার অ্যাপল ডেইলি ট্যাবলয়েডের অফিসে প্রায় দুইশ পুলিশ যায়।  তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করছেন।

সম্প্রতি হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন চালু হয়েছে। ২০২০-র জুনে হংকংয়ের আইনসভার চীনপন্থি সদস্যরা এই আইন পাস করেন। অভিযোগ, যাবতীয় বিরোধিতা বন্ধ করার জন্য এই আইন চালু করা হয়েছে। জিমি লাইয়ের বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করা হয়েছে।

এখন সাত গণতন্ত্রপন্থি নেতাকে দোষী বলে জানিয়েছে আদালত। পরে তারা শাস্তি ঘোষণা করবে।

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)