হার না মানা মুনিবা মাজারি
২৭ অক্টোবর ২০১৭মেরুদণ্ডে চোট লাগায় চলাফেরার শক্তি হারিয়ে ফেলেছিলেন মুনিবা৷ ডাক্তার জানান, মুনিবার পক্ষে আর কখনো মা হওয়াও সম্ভব নয়৷ চূড়ান্ত হতাশায় তলিয়ে যাবার শেষ মুহূর্তে নিজেকে টেনে তোলেন তিনি৷ আঁকতে শুরু করেন৷ গাইতে শুরু করেন৷ নিজের সন্তানহীনতার বেদনাকে মেনে নিয়ে দত্তক নেন এক সন্তান৷ কেবল ভালো থাকার জন্যই বাঁচবেন এ প্রতিজ্ঞা করে ডিভোর্স দেন স্বামীকে৷ বাঁচতে শুরু করেন প্রতি মুহূর্তের জন্য৷
নিজের সৃষ্টিশীলতা, জীবন দেখার অনন্য দৃষ্টিভঙ্গি তাঁকে পরিচিত করেছে পাকিস্তানের লৌহমানবী হিসেবে৷ তিনি এখন পাকিস্তানের ইউএন ওম্যানের শুভেচ্ছাদূত৷ ২০১৫ সালে বিবিসি’র সেরা ১০০ নারীর তালিকায় আসে তাঁর নাম৷ ২০১৬ সালে ফোর্বস ম্যাগাজিনেও নাম আসে তাঁর৷ তাঁর দেয়া বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজারবার শেয়ার হয়েছে৷ জীবনের হার না মানা দিককে তুলে ধরে সারা পৃথিবীর মানুষের অনুপ্রেরণা উৎস হয়ে উঠেছেন তিনি৷
আরএন/এসিবি