1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিরো আলমের ওপর হামলা,আটক ২

১৭ জুলাই ২০২৩

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম৷ তাকে কেন্দ্রের ভেতর থেকে ধাওয়া দিয়ে বাইরে আসার পরে রাস্তায় ফেলে পিটিয়েছে দুর্বৃত্তরা৷

https://p.dw.com/p/4Tzjb
হিরো আলমকে ভোটকেন্দ্রে মারধর করা হয়েছেছবি: privat

ডেইলি স্টারের প্রতিবেদনে প্রকাশ, হিরো আলম যখন কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন তখন কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন৷ সেসময় কিছু লোক তাকে এসে বলেন, 'এটা টিকটক ভিডিও করার জায়গা না,' 'এটা ভোটকেন্দ্র,' 'এটা গুলশান-বনানী'-এই বলে তাকে মারধর শুরু করেন৷ হামলাকারীদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে৷ রাজধানীর বনানী এলাকায় ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টায় ঢাকা-১৭ আসনেরউপনির্বাচনের ভোটগ্রহণ শুরু  হয়েছে৷ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটকেন্দ্র আছে ১২৫টি এবং ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন৷

এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হচ্ছে৷

এ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৮ জন৷ তাদের মধ্যে দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন৷

প্রথম আলোর খবর অনুযায়ী, মারধর থেকে বাঁচতে একপর্যায়ে  হিরো আলম দৌড়ে পালান৷ বিক্ষুব্ধ নেতা-কর্মীরা এ সময় তাকে পেছন থেকে ধাওয়া দেন৷ বনানীর ২৩ নম্বর সড়কে একটি স্থানে গিয়ে একটি রিকশায় ওঠেন৷ পরে তাঁর সেখানে পৌঁছালে গাড়িতে করে চলে যান৷

সেখানে তিনি একটি নারী ভোট কেন্দ্রে যান৷ এ সময় নৌকা প্রতীকের কর্মী ও সমর্থকেরা পেছন থেকে হিরো আলমকে উদ্দেশ্য করে গালমন্দ করতে থাকেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে চলে যেতে বলেন৷ পরিস্থিতি উত্তপ্ত হলে কেন্দ্রটির দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা হিরো আলমকে ঘিরে রেখে স্কুলের ফটকের দিকে নিয়া যান৷ তখনও পিছু নেন উত্তেজিত নেতাকর্মীরা৷

Bangladesch | Dhaka 17  Wahlen
স্কুলের প্রাঙ্গণ থেকে বেরুনোর পরে হিরো আলমের পাশে পুলিশ সদস্যরা ছিলেন না৷ ছবি: privat

স্কুলের প্রাঙ্গণ থেকে বেরুনোর পরে হিরো আলমের পাশে পুলিশ সদস্যরা ছিলেন না৷ স্কুল থেকে বের হয়ে ফটকের সামনে দিয়ে সোজা ১৬ নম্বর সড়কের দিকে দ্রুত এগুতে থাকেন হিরো আলম৷ একপর্যায়ে দলীয় নেতাকর্মীরা হিরো আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন, তখন তাঁকে এলোপাতাড়ি তাঁরা মারধর করেন৷

হিরো আলমের সঙ্গীরা তাঁকে রক্ষা করে সামনের দিকে  নিয়ে গেলে ২৩ নম্বর সড়কের ব্লক এ পর্যন্ত তাঁকে পেছন থেকে ধাওয়া করা হয়৷

স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম৷

এনএস/কেএম