১৩টি মনোনয়ন পেয়ে লেডি গাগার নতুন রেকর্ড
৪ আগস্ট ২০১০বিজ্ঞাপন
লস এঞ্জেলেসের এমটিভি সন্ধ্যায় লেডি গাগা সবমিলে ১৩টি মনোনয়ন পেয়েছেন৷ এর মধ্যে দিয়ে তিনি শুধু তাঁর জনপ্রিয়তাই প্রমাণ করেননি, সৃষ্টি করলেন নতুন রেকর্ড৷
এর আগে কোন গায়ক বা গায়িকা, শুধুমাত্র একটি গানের ভিডিওর জন্য এতগুলো নমিনেশন একসঙ্গে পাননি – জানিয়েছে এমটিভি কর্তৃপক্ষ৷ শ্রেষ্ঠ ভিডিও ছাড়াও , ভিডিও অফ দ্যা ইয়ার এবং শ্রেষ্ঠ শৈল্পিক নির্দেশনার জন্যও মনোনয়ন পেয়েছে ভিডিওটি৷
এমটিভি ভিডিও মিউজিক এ্যাওয়ার্ডস দেওয়া হবে সেপ্টেম্বর মাসে৷ তা হবে এমটিভির ২৭ তম পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷
লেডি গাগার পরই রয়েছে ব়্যাপার এমিনেম৷ এমিনেম নমিনেশন পেয়েছে গানের ভিডিও ‘নট অ্যাফ্রেড'- এর জন্য৷ লেডি গাগা এবং এমিনেম ছাড়াও মনোনয়নের তালিকায় রয়েছেন জাস্টিন বিবার, কেশা, জেসন ডেরুলোসহ আরো অনেকে৷
প্রতিবেদন: মারিনা জোয়ারদার
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক