1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

২ গোলে হেরে বিপর্যস্ত বায়ার্ন মিউনিখ

৪ নভেম্বর ২০০৯

বায়ার্ন মিউনিখ ফ্রান্সের জিরোদ্যাঁ বর্দো ক্লাবের কাছে ০-২ গোলে হেরে যাবার ফলে চ্যাম্পিয়ন্স লিগের তালিকায় আরও দুর্বল হয়ে পড়ল৷ কোয়ার্টার ফাইন্যাল পর্যায়ের আগেই হয়ত বায়ার্নকে বিদায় নিতে হবে৷

https://p.dw.com/p/KMok
ঘরের মাঠেই বিপর্যস্ত হল বায়ার্ন মিউনিখছবি: AP

বায়ার্ন মিউনিখ ফুটবল ক্লাবের দিনকাল মোটেই ভাল যাচ্ছে না৷ মিউনিখে আলিয়ান্স আরেনা স্টেডিয়ামে ফ্রান্সের জিরোদ্যাঁ বর্দো ক্লাবের কাছে ০-২ গোলে হেরে যাবার ফলে বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে বেরিয়ে যেতে পারে৷ মোটকথা নিজেদের শক্তিতে আর ঐ দলের কোয়ার্টার ফাইন্যালে পৌঁছনোর সম্ভাবনা রইল না৷ খেলা শুরু হওয়ার মাত্র ২১ সেকেন্ডের মাথায় প্রথম গোলটি করে বসে অতিথি দল৷ এর প্রায় ২ মিনিট পরেই আসে দ্বিতীয় গোল৷ এরপর স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৬৬,০০০ দর্শকের সামনে গোটা ম্যাচে বেশ কয়েকটি সুবর্ণ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারে নি বায়ার্ন – যদিও ম্যাচের বেশীরভাগ সময় তাদের কাছেই বল ছিল৷ একেবারে শেষ মুহূর্তে বর্দো তৃতীয় গোলের সুযোগ পেয়েও সফল হতে পারে নি৷ বলাই বাহুল্য, এমন বিপর্যয়ের ফলে বায়ার্নের অনুগামীরা মোটেই খুশি নন৷ ম্যাচের শেষে তাদের কণ্ঠে শোনা গেল বিদ্রুপের সুর৷

বায়ার্ন-এর এই বিপর্যয় সত্ত্বেও চ্যাম্পিয়ন্স লিগে এক ধাপ এগিয়ে গেল জার্মানিরই ভল্ফসবুর্গ ক্লাব৷ তুরস্কের ইস্তানবুল শহরের এক স্টেডিয়ামে বেসিক্তাস ইস্তানবুলকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইন্যালে পৌঁছনোর পথে আরও এগিয়ে গেল ভল্ফসবুর্গ৷ ফলে গ্রুপ বি’তে বেশ পাকাপোক্ত হয়ে গেল ভল্ফসবুর্গের অবস্থান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: রিয়াজুল ইসলাম