২০২৪ সালের বাছাই ছবি
প্যারিস অলিম্পিক থেকে ভূমিকম্প, ভয়াবহ বন্যা বা বিরাট আকারের সাংস্কৃতিক সমাগম- ২০২৪ সালের বাছাই কিছু মুহূর্তের দৃশ্য ধরা রইলো এই ছবিঘরে৷
জাপানে বিধ্বস্ত ঘর-বাড়ি
২০২৪ সালটি জাপানের জন্য ছিল বিভীষিকাময়৷ বেশ কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটির কেন্দ্রের অঞ্চল৷ অন্যদিকে, সুনামি আছড়ে পড়ে দেশটির পশ্চিমে৷ কয়েকশ মানুষ প্রাণও হারান৷
ব্রাজিলের কার্নিভাল যেমন
ব্রাজিলের বিভিন্ন পত্র-পত্রিকায় দেখা যায় শিল্পী রাকেল পোতির ছবি৷ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আয়োজিত হওয়া কার্নিভালেও অংশ নেন তিনি৷
লন্ডনে ব্যাংকসির নতুন শিল্পকর্ম
মার্চ মাসে গ্রাফিত্তি শিল্পী ব্যাংকসির একটি নতুন শিল্পকর্ম দেখা যায় লন্ডন শহরের আইলিংটন পাড়ায়৷ একটি গাছের পেছনের দেওয়ালে স্প্রে পেইন্ট করে আঁকা হয় এই ম্যুরালটি৷ দুর্ভাগ্যজনকভাবে, এই শিল্পটির ওপর সাদা রঙ দিয়ে তাকে নষ্ট করে ফেলা হয়েছে৷
নতুন গাঁজা আইনের উচ্ছ্বাস
১ এপ্রিল থেকে জার্মানিতে চালু হয় গাঁজার আংশিক বৈধকরণের আইন৷ এই আইন পাস হবার উদযাপনে রাজধানী বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটের সামনে জড়ো হন অসংখ্য মানুষ৷
সাহারার ধুলোতে ঢাকা এথেন্স
দেখতে সুন্দর হলেও এপ্রিলমাসে গ্রিসের রাজধানী এথেন্সের চারদিক লাল ধুলোর আস্তরণে ঢেকে যায়৷ সাহারা মরুভূমি থেকে উড়ে আসা এই ধুলোর ফলে সেখানকার অনেক মানুষকেই হাসপাতালে ভর্তি হতে হয় নিশ্বাসজনিত সমস্যা নিয়ে৷
এত বড় চাঁদ!
এবছর মে মাসে বিশালাকার চাঁদ দেখতে পাওয়া যায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে৷ সবচেয়ে সুন্দর দৃশ্যগুলির অন্যতম এথেন্সের পোসিডন মন্দিরের পেছনে দেখতে পাওয়া এই লাল, বিরাট চাঁদ৷ এই চাঁদের নাম দেওয়া হয় ফ্লাওয়ার মুন, যেহেতু বসন্তেই চাঁদের এমন রূপ দেখা যায়৷
জার্মানির ফুটবলের মৌসুম ও স্বপ্নভঙ্গ
২০২৪ সালের ফুটবল ইউরো কাপ এবার আয়োজন করা হয় জার্মানিতে৷ গোটা দেশ এবারের ইউরো কাপ ঘিরে অনেক স্বপ্ন দেখলেও কোয়ার্টার ফাইনাল পর্যায়ে এসে দলের স্বপ্নভঙ্গ হয়৷ এবারের ইউরো কাপ জয়ী দল স্পেনের কাচে সেই ম্যাচে ২-১ স্কোরে হেরে যায় তারা৷
টেলর সুইফট ও তার কনসার্ট
অ্যামেরিকান তারকা টেলর সুইফটে ‘দ্য এরাস টুর’ কনসার্ট জার্মানি আয়োজিত হয় বেশ কয়েকটি শহরে৷ গেলজেনকির্শেন শহরের নামও কিছুদিনের জন্য পাল্টে রাখা হয় ‘সুইফটকির্শেন’৷
প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান
এর আগের সকল গ্রীষ্মকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানকে ছাপিয়ে গেছে ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের অনুষ্ঠান৷ অ্যাথলিটরা সেইন নদীতে নৌকাবিহার করে আসেন, অলিম্পিক পতাকা উড়িয়ে নিয়ে যায় দাতব ঘোড়া৷ একই মঞ্চেপারফর্ম করেন লেডি গাগা থেকে সেলিন ডিওনের মতো তারকা৷ একটি বেলুনে করে উড়ে যায় অলিম্পিকের মশাল, এমনই মোহনীয় ছিল সেই দৃশ্য৷
বছরের সবচেয়ে বিধ্বংসী বন্যা
অক্টোবর মাসে স্পেনে এক বছরের সমান বৃষ্টিপাত একদিনের মধ্যে হওয়ায় তা ব্যাপক বন্যা সৃষ্টি করে৷ প্রাণ হারান ২৩০জন৷
ঘূর্ণিঝড়ের সিরিজ ফিলিপাইন্সে
নভেম্বরে এক মাসের মধ্যে ছয়টি ভয়াবহ ঘূর্ণিঝড় আছড়ে পড়ে ফিলিপাইনসে৷ ৪৬ ফুট উঁচু ঢেউয়ের সাথে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেশটির ১২ লাখ মানুষকে ঘরছাড়া করতে বাধ্য করে৷