1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

৭-৮ সেপ্টেম্বর ঢাকা আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

২২ আগস্ট ২০২৩

৭-৮ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। ভারতের নয়াদিল্লিতে হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার আগে লাভরভ বাংলাদেশ সফর করবেন।

https://p.dw.com/p/4VQXT
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (ফাইল ফটো)
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ (ফাইল ফটো)ছবি: Vyacheslav Prokofyev/TASS/IMAGO

এই সফরে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ের সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বাণিজ্য ও বিনিয়োগ, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হতে পারে।

এছাড়াও ভূরাজনৈতিক ইস্যুতে দুই দেশই একে অপরকে সহযোগিতা করার বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

সের্গেই লাভরভ এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাসহ বিভিন্ন চাপের মধ্যে থাকা রাশিয়ার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর আলাদা গুরুত্ব পাচ্ছে।

২০২২ সালের নভেম্বরে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে বাংলাদেশ সফরের কথা থাকেও পরবর্তীতে লাভরভের সেই সফর বাতিল করা হয়।

এসএইচ/কেএম (দ্য ডেইলি স্টার)