ধরা পড়লো ইন্ডিয়ান মুজাহিদিনের ৩ জন
১১ অক্টোবর ২০১২ভারতের কুখ্যাত ইন্ডিয়ান মুজাহিদিন সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্য ধরা পড়লো দিল্লি পুলিশের স্পেশাল সেলের জালে৷ ঐ গোষ্ঠীর এক সক্রিয় চক্র ভেঙে দিতে সক্ষম হলো পুলিশ৷ এরা রাজধানি দিল্লি ও তার আশেপাশে আসন্ন উৎসব মরশুমে নাশকতামূলক কাজকর্ম চালানোর ছক কষছিল বলে সন্দেহ পুলিশের৷ বুদ্ধ গয়াতেও নাকি হামলা চালাবার মতলব ছিল তাদের৷
দিল্লি পুলিশের কমিশনার সংবাদ মাধ্যমকে বলেন, মুম্বই হামলার আসামি আবু জিন্দলকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই এদের গ্রেপ্তার করা হয়৷ আবু জিন্দল ইন্ডিয়ান মুজাহিদিন সদস্যদের জেহাদি কার্যকলাপে যোগ দিতে মগজ ধোলাই করে৷ হিজব-উল-তাহরির নামে এক আন্তর্জাতিক ইসলামিক জঙ্গি সংগঠনের হয়েও কাজ করে থাকে এরা৷ উল্লেখ্য, এই ইসলামি জঙ্গি সংগঠন জার্মানি এবং বাংলাদেশে নিষিদ্ধ বলে ঘোষিত৷
ধৃত তিনজন সন্ত্রাসী হলো ঔরঙ্গাবাদের আসাদ, নানদেঢ়ের ইমরান খাঁ এবং পুনের সায়াদ ওরফে আবু হামজা৷ পুলিস ওদের কাছ চার কিলো বিস্ফোরক, ডেটোনেটর এবং বোমা বানানোর মালমশলা উদ্ধার করেছে৷
পুলিশ কমিশনার আরো জানান, ইন্ডিয়ান মুজাহিদিনের মূল চক্রীরা থাকে বিদেশে৷ এরা হলো রিয়াজ ভটকল এবং ইকবাল বটকল৷ ইন্ডিয়ান মুজাহিদিনের প্রধান বিহারের দ্বারভাঙ্গার ফেরার জঙ্গি ইয়াসিন ভটকলের ঘনিষ্ট৷ এরা লস্কর-ই-তয়বার ফৈয়াজ কাগজির সঙ্গেও সরাসরি যুক্ত৷ আর ধৃত তিনজন ভারতে এদের এজেন্ট৷ গত আগস্ট মাসে পুনের কর্মব্যস্ত জংলি মহারাজ রোডের বিস্ফোরণ কাণ্ড এবং দিল্লি হাইকোর্টের সামনে বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে জড়িত এরা৷ পুনেতে ৪০ মিনিটের মধ্যে চারটি বিস্ফোরণ ঘটেছিল এ বছর৷
প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি
সম্পাদনা: দেবারতি গুহ