1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্লাস্টিকের পাইপ জাতীয় কিছু ছিল: বিমান প্রতিমন্ত্রী

২৫ ফেব্রুয়ারি ২০১৯

পিস্তলতো নয়ই, এমনকি প্লাস্টিকের পিস্তলও নয়! বিমান ‘ছিনতাই চেষ্টার’ ঘটনায় প্লাস্টিকের পাইপ জাতীয় কিছু দিয়ে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছিল বলে ডয়চে ভেলেকে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী৷

https://p.dw.com/p/3E3iO
ছবি: picture-alliance/AP Photo

বাংলাদেশে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় সন্দেহভাজন যুবক রবিবার রাতেই চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে উড়োজাহাজের মধ্যেই কমান্ডো অভিযানে নিহত হয়েছেন৷ তার নাম মাহাদি ওরফে পলাশ৷ বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়৷ তার পরিবার জানিয়েছে, সোনারগাঁর তাহেরপুর মাদ্রাসা থেকে দাখিল পাস করে সোনারগাঁ ডিগ্রি কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল সে৷ এরপর আর পড়াশোনা করেনি৷

এরইমধ্যে মাহাদির লাশের ময়নাতদন্ত এবং সুরতহাল করা হয়েছে৷ তাঁর বুকে ও পিঠে মোট দু'টি গুলির চিহ্ন আছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে৷ আর এখন পর্যন্ত যা মোটিভ, তাতে ধারণা করা হচ্ছে, এক চিত্রনায়িকার সঙ্গে বিচ্ছেদের হতাশার ফল এটি৷ তার পরিবারও বিয়ে এবং বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে৷ আর চট্টগ্রামের পুলিশ কমিশনার রবিবার রাতে নিশ্চিত করেছেন যে, তার হাতে খেলনা পিস্তল ছিল৷ যদিও এর আগে বলা হয়েছিল পিস্তলের (আগ্নেয়াস্ত্র) কথা৷ ছিনতাই চেষ্টার সময় উড়োজাহাজের মধ্যে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছিল৷

সন্দেহভাজন যুবকের কাছে পিস্তল ছিলো না, সে আসলে মুভমেন্টের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করেছে: প্রতিমন্ত্রী

কিন্তু বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী   সন্দেহভাজন ওই যুবকের কাছেকোনো ধরণের পিস্তল থাকার কথা অস্বীকার করেছেন৷ তিনি সোমবার বিকেলে বলেছেন, তার কাছে প্লাস্টিকের পাইপ জাতীয় কিছু ছিল৷ বিমানবন্দরের নিরাপত্তায় কোনো ত্রুটি আছে কিনা, ডয়চে ভেলের এই প্রশ্নের জবাবে তিনি একথা বলেন৷ টেলিফোনে তিনি বলেন, ‘‘কোনো লুপহোল ছিলোনা৷ সে প্রোপার সিকিউরিটি চেকের মধ্য দিয়েই প্রবেশ করেছে৷ তাকে সম্পূর্ণ চেক করা হয়েছে৷ আমরা ভিডিও ফুটেজ দেখেছি৷ কোনো ধরনের সিকিউরিটি সিগন্যাল ছিলনা৷ দু'টি স্ক্যানিং মেশিনের মধ্য দিয়ে তার লাগেজ গিয়েছে৷ তাকে পুরোপুরি চেক করা হয়েছে৷ সব তথ্য আমাদের কাছে আছে৷’’

তারপরও সে ‘পিস্তল’ নিয়ে ঢুকলো কীভাবে? এই প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘‘তার কাছে তো তেমন কিছু ছিলনা৷ যতটুকু আমি জানতে পেরেছি, তার কাছে গলানো প্লাস্টিকের পাইপ জাতীয় কিছু ছিল৷ ওগুলোই হয়তো সে অস্ত্র হিসেবে বলার চেষ্টা করেছে৷ সে আসলে মুভমেন্টের মাধ্যমে ভয় দেখানোর চেষ্টা করেছে৷ সিভিল এভিয়েশনের চেয়ারম্যান সাহেবও ওখানে (চট্টগ্রাম) গিয়েছিলেন৷ তিনিও দেখেছেন৷’’

তিনি জানান, ‘‘এরপরও আমরা পুরো ঘটনা তদন্ত করে দেখেছি৷ পাঁচ সদস্যের তদন্ত কমিটি এরইমধ্যে কাজ শুরু করেছে৷’’ 

স্ক্যানিং করার সময় মেটাল বা নন-মেটালের অবয়ব দেখা যায় তাছাড়া বোর্ডিং পাসের পর আরেক দফা নিরাপত্তা তল্লাশি চালানো হয়: চৌধুরী আকবর হোসেন

বিমান প্রতিমন্ত্রী সোমবার নিজে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন৷ একজন কর্মকর্তার প্যান্টের পকেটে একটি সত্যিকারের পিস্তল দিয়ে তা সিকিউরিটে চেকিং-এ দিয়ে পরীক্ষা করা হয়৷ সেটি স্ক্যানিং-এ ধরা পড়ে৷ প্রতিমন্ত্রী বলেন, ‘‘বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক৷’’

তবে তিনি বলেন, ‘‘স্ক্যানিং-এ মেটালের অবয়ব দেখা যায়৷ প্লাস্টিক হলে তা দেখা যায়না৷’’ 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই ধাপে সিকিউরিটি চেকিং করা হয় যাত্রীদের৷ এভিয়েশন বিষয়ক প্রতিবেদক চৌধুরী আকবর হোসেন ডয়চে ভেলেকে জানান, ‘‘বিমানবন্দরে প্রবেশের পরই প্রথম সিকিউরিটি চেকিং৷ যাত্রীকে আর্চওয়ে গেটের মধ্য দিয়ে যেতে হয়৷ আর সব মালামাল স্ক্যানিং করা হয়৷ ফলে মেটাল বা নন-মেটাল যাই থাকুকনা কেন তার অবয়ব দেখা যায়৷ আর মেটাল হলে সিগন্যাল দেয়৷ প্রকৃতি অনুযায়ী স্ক্যানিং-এ রংয়েরও পার্থক্য হয়৷ বোর্ডিং পাস নেয়ার পর আরেক দফা একইভাবে নিরাপত্তা তল্লাশি চালানো হয়৷’’

আকবর হোসেন বলেন, ‘‘বিস্ফোরক শনাক্ত করার যন্ত্রও আছে৷ সেটা ব্যবহার করা হয় দৈবচয়নের ভিত্তিতে৷ অথবা কোনো কারণে নিরাপত্তা তল্লাশির সময় সন্দেহ দেখা দিলে৷’’ 

পিস্তল আসল বা প্লাস্টিকেরই হোক নিরাপত্তা তল্লাশিতে তা ধরা না পড়ার কোনো কারণ নেই: গাজী ওয়াহিদুজ্জামান

বাংলাদেশে উড়োজাহাজ ছিনতাই চেষ্টার ঘটনা এই প্রথম৷ তবে ১৯৭৭ সালে জাপান এয়ারলাইন্সের একটি বিমান ছিনতাই করে ঢাকার তেজগাঁ বিমানবন্দরে নিয়ে আসা হয়েছিল৷

এভিয়েশন বিশেষজ্ঞ এবং বিমান বোর্ডের সাবেক সদস্য গাজী ওয়াহিদুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, ‘‘শাহজালাল বিমান বন্দরের দুই স্তরের আধুনিক নিরাপত্তা তল্লাশি ব্যবস্থা আছে৷ সেখানে মেশিন আছে, ম্যান আছে৷ এখন ম্যান ঠিকমত কাজ করে কিনা সেটা দেখার বিষয়৷ পিস্তল সে আসল হোক আর প্লাস্টিকেরই হোক, নিরাপত্তা তল্লাশিতে তা ধরা না পড়ার কোনো কারণ নেই৷ যদি প্লাস্টিকের পিস্তলও হয় তাহলে তা ধরা পড়লনা কেন, তা খতিয়ে দেখা প্রয়োজন৷’’

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ময়ুরপঙ্খী বোয়িং-১৪৭ উড়োজাহাজে এই ‘ছিনতাই চেষ্টার’ ঘটনা ঘটে রবিবার৷

বিকাল পাঁচটা পাঁচ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ‘ছিনতাইকারী’ ককপিটে ঢোকার চেষ্টা করে৷ কিন্তু ক্রুদের বাধার কারণে সে ককপিটে ঢুকতে পারেনি৷ বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে৷ রাতে আট মিনিটের কমান্ডো অভিযানে সন্দেহভাজন ছিনতাইকারী নিহত হন৷ উড়োজাহাজের পাইলট, ১৪ জন ক্রু এবং ১৩৪ জন যাত্রী সবাই নিরাপদে বের হতে পেরেছেন৷ সন্দেহভাজন ওই যুবক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এবং তার স্ত্রীর সঙ্গে কথা বলতে দেয়ার দাবি করেছিল বলে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য