1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাড়ি ফিরলেন বুদ্ধদেব ভট্টাচার্য

৯ আগস্ট ২০২৩

টানা ১২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর সাবেক মুখ্যমন্ত্রী তার পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরলেন।

https://p.dw.com/p/4UwP9
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। ছবি: picture-alliance/dpa/P.Adhikary

বুধবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এদিন অ্যাম্বুল্যান্সে করে তাকে পাম অ্যাভেনিউয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পিছনের গাড়িতে ছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্য।

সিওপিডি-র রোগী বুদ্ধদেব। দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী। ১২ দিন আগে আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার চিকিৎসকেরা যে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করেছেন তাতে বলা হয়েছে, বুদ্ধদেব এখন স্থিতিশীল। বাড়িতে তার চিকিৎসা করা সম্ভব।

মঙ্গলবার চিকিৎসকদের একটি দল তার বাড়ি গিয়ে চিকিৎসার পরিকাঠামো দেখে এসেছেন। বুদ্ধদেবকে বাইপ্যাপ লাগিয়ে থাকতে হবে। তার বাড়িতে যে বাইপ্যাপ মেশিনটি ছিল সেটি পুরনো হওয়ায় নতুন মেশিন বসানো হয়েছে। চিকিৎসার জন্য আরো বেশ কিছু যন্ত্র তার বাড়িতে পাঠানো হয়েছে।

সাবেক মুখ্যমন্ত্রীর জন্য একজন সর্বক্ষণের নার্সও রাখা হয়েছে বাড়িতে। চিকিৎসকেরা নিয়মিত বাড়িতে গিয়ে তাকে দেখে আসবেন।

তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বুদ্ধদেব এখন স্থিতিশীল। যে উদ্বেগ নিয়ে তাকে ভর্তি করা হয়েছিল তা কেটে গেছে।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)