বার্লিনালে-র প্রস্তুতি পর্ব শেষ পর্যায়ে
৪ ফেব্রুয়ারি ২০০৯এই উৎসবকে ঘিরে প্রাণচঞ্চল হয়ে উঠেছে বার্লিন নগরী৷ সাজ সাজ রব পড়েছে পটসডাম চত্বরে ‘বার্লিনালে পালাস্ট' বা বার্লিনালে প্যালেসকে ঘিরে৷
১৯৫১ সালে যাত্রা শুরু হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘বার্লিনালে'র৷ প্রথম দিকে দর্শকরাই সেরা ছবি নির্বাচন করতেন৷ ১৯৫৬ সাল থেকে আন্তর্জাতিক জুরি কমিটি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচন করছে এবং প্রদান করছে ‘গোল্ডেন বেয়ার' বা স্বর্ণ ভালুক এবং ‘সিলভার বেয়ার' বা রৌপ্য ভালুক পুরষ্কার৷ ইতোমধ্যে ‘বার্লিনালে'র অনেক পরিবর্তন হয়েছে৷ করা হয়েছে আধুনিকীকরণ৷ অনেক চড়াই উৎরাই পার হয়ে আজ ‘বার্লিনালে' আন্তর্জাতিক খ্যাত অন্যতম বৃহত্তম এক চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে৷
এবছর ২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এই উৎসবে৷ অংশ গ্রহণকারী সর্বশেষ ছবির নামও ঘোষণা করা হয়েছে ইতোমধ্যে৷ সেটি হচ্ছে, ব্রিটিশ পরিচালক রিচার্ড লনক্রেনের ‘মাই ওয়ান অ্যান্ড ওনলি' ছবিটি৷
‘‘৫০ এর দশকে আমেরিকার এক প্রতারক স্বামীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন হলিউডের চিত্রতারকা রেনে সেলওয়েগার – যিনি পরে স্বামীর হাত থেকে মুক্ত হয়ে নিজের পথ বেছে নেন৷'' বলেন বার্লিনালের পরিচালক ডিটার কসলিক৷ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে ১৮টি ছবি৷ জিতে নেবে গোল্ডেন বা সিলভার বেয়ার৷ সব মিলিয়ে বার্লিনের এই চলচ্চিত্র উৎসবে বিভিন্ন বিভাগে ৬০টি দেশের ৩৯০টি ছায়াছবি প্রদর্শিত হওয়ার কথা৷ এর মধ্যে প্রায় একশোর মত জার্মান ছবি৷ ‘বার্লিনালে'র জনপ্রিয়তা যে প্রায় প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে, তা বোঝা যায় ছায়াছবির সংখ্যা দেখে৷ এবছর ‘বার্লিনালে'তে অংশ গ্রহণের জন্য প্রায় ছয় হাজার ছবির নাম দেয়া হয়েছিল৷ ২০০৮ সালের চেয়ে প্রায় হাজার খানেক বেশি৷
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শিত হবে টম টাইকওয়ারের ‘দ্য ইন্টারন্যাশানাল' ছবিটি৷ এতে অভিনয় করেছেন নাওমি ওয়াটস, ক্লাইভ ওয়েন এবং আর্মিন ম্যুলার স্টাল৷ এই জার্মান ছবিটি অবশ্য প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে না৷
এবারের বেশ কিছু ছবিতে আন্তর্জাতিক চলতি ঘটনা বা বিষয় প্রাধান্য পেয়েছে৷ যেমন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, যুদ্ধাপরাধীদের বিচার, বিশ্বায়ণজনিত সমস্যা ইত্যাদি৷ বলেন, উৎসবের পরিচালক ডিটার কসলিক৷
প্রতিযোগিতার জুরি কমিটিতে অন্যান্যের মধ্যে থাকছেন সুইডিশ গোয়েন্দা উপন্যাস লেখক হেনিং মাংকেল, জার্মান চলচ্চিত্র ও থিয়েটার পরিচালক ক্রিস্টফ শ্লিংগেনজফ৷ কমিটির প্রধান স্কটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটোন৷
বিশেষ অবদানের জন্য সম্মানসূচক পুরষ্কার দেয়া হবে ফরাসী চলচ্চিত্র সংগীতশিল্পী ৮৪ বছর বয়সী মোরিস জারেকে৷ ‘লরেন্স অফ অ্যারাবিয়া', ‘ডক্টর জিভাগো'র মত খ্যাতনামা ছবির সংগীতকার তিনি৷ অস্কার পুরষ্কার পেয়েছেন তিন বার৷ বার্লিনালে ক্যামেরা পুরষ্কার পাবেন ফরাসী চিত্র পরিচালক ক্লোদ শাব্রল এবং জার্মান চলচ্চিত্র প্রযোজক গ্যুন্টার রোরবাখ৷ ক্লোদ শাব্রলের ‘শ্রাই ভেন দু কানস্ট' বা ‘যদি পারো চেঁচাও ' ছবিটি ১৯৫৯ সালে ‘বার্লিনালে'র গোল্ডেন বিয়ার পেয়েছিল৷ রোরবাখ প্রযোজনা করেছেন ‘দাস বোট' ও ‘বার্লিন আলেকজান্ডারপ্লাৎস'-এর মত বিখ্যাত ছায়াছবি৷
বার্লিনালের পরিচালক ডিটার কসলিক জার্মান ছবিগুলির ব্যাপারে আশাবাদী৷ তিনি বলেন, চলচ্চিত্রাঙ্গনে উৎসবের আমেজ, ছায়াছবিগুলি ভাল, আভিনেতারা সেরা৷ এখন শুধু কটা দিন অপেক্ষা করা৷ খুব শীঘ্রই ‘বার্লিনালে'র লাল গালিচা মুখর হয়ে উঠবে বিশ্বের নামী দামী সব তারকাদের পদচারণায়৷ আসবেন রেনে সেলওয়েগার, মিশেল ফাইফার, জুলিয়ানে মুর, লিওনার্দো দিকাপ্রিয়ো ও আরো অনেকে৷