সিঙ্গুর ছেড়ে সানন্দে সানান্দে যাচ্ছে ন্যানো
৭ অক্টোবর ২০০৮আহমেদাবাদ থেকে ২৫ কিলোমিটার দূরে গুজরাটের সানান্দে সরে যাচ্ছে টাটা মোটরসের ন্যানো কারখানা৷ মঙ্গলবার আহমেদাবাদে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে বসিয়ে ঘোষণা করলেন টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা৷ সানন্দে প্রায় ১,১০০ একর জমি বাজার দরে কিনে নেবে টাটা গোষ্ঠী৷ অর্থাত্ সিঙ্গুরের থেকেও ১০০ একর বেশী৷ কারখানা হবে সিঙ্গুরের থেকেও বড়৷ গুজরাট সরকারের সঙ্গে টাটা মোটর্সের যে চুক্তি হয়েছে, সেটাও পশ্চিমবঙ্গের থেকে ভাল - জানালেন রতন টাটা৷ তিনি আরও বললেন, গুজরাটে টাটাদের উপস্থিতি শুধু ন্যানো কারখানাতেই সীমাবদ্ধ থাকবে না - কৃষি প্রযুক্তি গবেষণা থেকে সামুদ্রিক জৈববিজ্ঞান - নানা ক্ষেত্রেই ছড়িয়ে যাবে টাটার বিনিয়োগ৷
রতন টাটার এই বিনিয়োগ প্রতিশ্রুতি নিঃসন্দেহে খুশি করল গুজরাটের মুখ্যমন্ত্রীকেও৷ তিনি জানালেন, এমনকী তিনিও অবাক এই আকস্মিক খুশির খবরে৷ সানান্দের ন্যানো কারখানা থেকে গাড়ি উত্পাদনের লক্ষ্য স্থির করা হয়েছে ২০০৯ সালের মার্চ থেকে৷ অবশ্য তার আগেই পন্থনগর বা অন্য কোনো কারখানা থেকে ন্যানো বাজারে আসবে৷ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একলাখি ছোট গাড়ির বাজারে আসার যে সময়সীমা, কিছুতেই যে তার নড়চড় হবে না, বুঝিয়ে দিয়েছেন রতন টাটা৷ ঠিক যেকারণে সিঙ্গুর থেকে হাত গোটাল টাটা মোটরস৷ রাজনৈতিক অস্থিরতা ও বাণিজ্যিক অনিশ্চয়তাতে ভরা পশ্চিমবঙ্গ থেকে সরে গেল শিল্প সম্ভাবনার রাজ্য গুজরাটে৷