আরিয়ানা'র নতুন গান নিয়ে ইউটিউবে ভাঙচুর
৪ ডিসেম্বর ২০১৮বিজ্ঞাপন
মার্কিন পপ তারকা'র নতুন এই গানটি ৩০ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়৷ ৩৪ মিনিটে তা দশ লাখ ও ১৬ ঘন্টায় ৪ কোটির মতো ভিউ হয় ভিডিওটির৷ সোমবার বিকেল পর্যন্ত এটি দেখা হয়েছে ৯ কোটি বারেরও বেশি৷
পাঁচ মিনিটের গানের ভিডিওটিতে মিন গার্লস, লিগ্যালি ব্লন্ড, ব্রিং ইট অন ও থার্টিন গোয়িং অন থার্টি– এসব বিখ্যাত গানের রেফারেন্স রয়েছে৷ ভিডিওটিতে ক্রিস জেনার ও ট্রয় সিভানের মতো তারকারাও আছেন৷
নেটিজেনরা ভিডিওটি এতটাই পছন্দ করেছেন যে, অনেকে কমেন্টে লিখেছেন, ‘‘এটি তো ইন্টারনেটে ভাঙচুর চালাচ্ছে৷''
স্পটিফাইতেও রেকর্ড করেছে ভিডিওটি৷
মজার বিষয় হলো, ভিডিওটিতে ২৫ বছর বয়সি এই মেগাতারকা তাঁর সব বয়ফ্রেন্ডকে স্মরণ করেছেন৷ এ যেন স্মৃতির গলি ধরে হেঁটে যাওয়া৷
জেডএ/এসিবি (এনডিটিভি)