কপের প্রথম সপ্তাহ: কথা বেশি, অর্থ সামান্য!
১৪ নভেম্বর ২০২২মিশরের শারম আল শাইখে সিনাই পর্বতমালার পাদদেশে ও লোহিত সাগরের তীরে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপের ২৭তম আসর৷ ব্যাপক উত্তেজনা নিয়ে শুরু হওয়া এই আসরের প্রথম সপ্তাহ শেষ হলো শনিবার৷ রোববার বিরতি দিয়ে আবার সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় সপ্তাহের আলোচনা ও দর কষাকষি৷ প্রশ্ন হলো, জাতিসংঘের গুরুত্বপূর্ণ এই আলোচনায় এখন পর্যন্ত কী ঘটেছে এবং আমরা পরের সপ্তাহে কী আশা করতে পারি?
শুরু হয়েছিল যে দুঃসংবাদ দিয়ে
মিশরে শীর্ষ সম্মেলনটি একটি গভীর সতর্কবার্তা দিয়ে শুরু হয়েছিল৷ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত সোমবার শীর্ষ সম্মেলনের উদ্বোধনে বিশ্ব নেতাদের বলেছেন পৃথিবী নামের গ্রহটির জলবায়ু সংকট এক বিশৃঙ্খল পর্যায়ে গিয়ে ঠেকেছে এবং এ থেকে ফেরার কোনো উপায় নেই৷
শুরুর আগেই ইউএনএফসিসিসি এক রিপোর্টে বলেছে যে, কার্বন নির্গমন কমানোর যে লক্ষমাত্রা তা থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে দেশগুলো৷ সেখানে বলা হয়েছে, এখন যে অবস্থা তাতে শতাব্দী শেষে তাপমাত্রা শিল্পায়ন শুরুর যুগ থেকে এক দশমিক পাঁচ ডিগ্রিতে বেঁধে রাখা কঠিন হবে৷ শুধু তাই নয়, তা আড়াই ডিগ্রিতে পৌঁছে যেতে পারে৷ অর্থাৎ, এখন যতটা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, তখন তার চেয়ে কয়েকগুণ বেশি হবে৷
কথা বেশি, অর্থ কম
কপের শুরুতেই এবার একটা সাফল্য মেলে৷ তা হলো 'লস এন্ড ড্যামেজ' আনুষ্ঠানিক এজেন্ডায় যুক্ত হওয়া৷ অল্প কিছু অর্থও সেখানে যুক্ত হয়৷ কিন্তু প্রয়োজনের তুলনায় তা খুবই নগণ্য৷
গত বছর গ্লাসগো কপের আয়োজক দেশ যুক্তরাজ্য ও বর্তমান আয়োজক মিশরের করা যৌথ প্রতিবেদনে দেখা গেছে, ২০৩০ সাল নাগাদ চীন ছাড়া বাকি সব উন্নয়নশীল দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রায় দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রয়োজন হবে৷ সে হিসাবে এখনো যেসব অঙ্গীকার এসেছে তা নামমাত্র৷
ভেন্যুতে বিক্ষোভ
সপ্তাহজুড়ে কপের ভেন্যুর বিভিন্ন স্থানজুড়ে ছোট ছোট বিক্ষোভ হয়েছে৷ বিশ্ব নেতারা চলে যাবার পর তা কিছুটা তীব্র ও রঙিন হয়৷
একেক দিনের থিম বা বিষয় একেক হওয়ায় প্রতিবাদকারীদের স্লোগানও সেভাবে বদলায়৷ তবে এবারই প্রথম তরুণদের জন্য একটি প্যাভিলিয়ান করা হয়৷
তরুণরা এবারের কপেও খুবই সরব, যদিও তরুণদের আইকন গ্রেটা টুনব্যার্গ এবার কপে আসেননি৷
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক
পৃথিবীর প্রায় অর্ধেক কার্বন নির্গমন করে যে দুইটি দেশ, সেই চীন ও যুক্তরাষ্ট্র গতবছর নিঃসরণ কমানোর জন্য আলোচনায় বসতে রাজি হয়েছিল। কিন্তু তাইওয়ান নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে চীন আলোচনা বন্ধ করে দেয়৷ বিশেষ করে ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর৷ তবে কপে উপস্থিত চীনা ক্লাইমেট নেগোশিয়েটর জি জেনহুয়া আশ্বস্ত করেছেন তার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ জলবায়ু দূত জন কেরির ‘কথা' হচ্ছে৷
বাংলাদেশের অংশগ্রহণ
বাংলাদেশের পক্ষ থেকে এবার বেশ সরব উপস্থিতি রয়েছে কপে৷ নীতিনির্ধারণী পর্যায়ের উপস্থিতি যেমন রয়েছে তেমনি আমলা, বিশেষজ্ঞ, এনজিওকর্মী, জলবায়ুকর্মীসহ অনেকেই উপস্থিত আছেন৷
লস এন্ড ড্যামেজকে এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে বাংলাদেশি ‘নেগোশিয়েটররা' ভূমিকা রেখেছেন৷ কপ উপলক্ষে বাংলাদেশ তাদের ‘ক্লাইমেট এডাপটেশন প্ল্যান' প্রকাশ করেছে৷ তা বাস্তবায়নে কী পরিমাণ অর্থের প্রয়োজন এসব নিয়েও আলোচনা হয়েছে৷
পরিবেশ বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন বেশ কয়েকটি আলোচনায় যোগ দেয়া ছাড়াও 'জীবাশ্ম জ্বালানিহীন ভবিষ্যতের জন্য আইনপ্রণেতারা' নামের একটি প্লাটফর্ম নিয়ে কাজ করছেন৷ এখানে এরই মধ্যে নানা দেশের দেড়শত পার্লামেন্টারিয়ান যোগ দিয়েছেন৷
বাংলাদেশের তরুণরা যুক্ত হয়েছেন প্রতিবাদে, আলোচনায়৷ এনজিওকর্মীরাও করছেন বৈঠক৷
এছাড়াও নানা ঘটনার মধ্যে দিয়ে শেষ হয়েছে কপের প্রথম সপ্তাহ৷ দ্বিতীয় সপ্তাহে সবার চোখ থাকবে অভিযোজন ও লস এন্ড ড্যামেজের তহবিল নিয়ে কী হয় তা দেখার জন্য৷