1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজকাজাখস্তান

কাজাখস্থানে রাশিয়াগামী যাত্রীবাহী বিমান বিধ্বস্ত

২৫ ডিসেম্বর ২০২৪

আজারবাইজান থেকে রাশিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া আজারবাইজান এয়ারলাইন্সের একটি এম্ব্রেয়ার যাত্রীবাহী বিমান কাজাখস্তানের আকতাও শহরের পাশে বিধ্বস্ত হয়েছে।

https://p.dw.com/p/4oZHx
মাটিতে আছড়ে পড়ার পরেই বিমানটিতে আগুন লেগে যায়৷
ধারণা করা হচ্ছে, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় পাইলট জরুরি অবতরণ করতে গেলে বিমানটিতে আগুন ধরে যায়ছবি: Azamat Sarsenbayev/REUTERS

বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রজনীতে যাচ্ছিল। 

দুর্ঘটনাকবলিত বিমানটিতে ৬২ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। কাজাখস্তান কর্তৃপক্ষ ২৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে।

মাটিতে আছড়ে পড়ার পরেই বিমানটিতে আগুন লেগে যায়

মধ্য এশিয়ার দেশটির জরুরি পরিষেবা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণ করেছে এবং উদ্ধারকৃতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার দেয়া হচ্ছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন শিশুও রয়েছেন।

রাশিয়ার বিমান পর্যবেক্ষণকারী সংস্থা জানিয়েছে, প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিমানের ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় পাইলট জরুরি অবতরণ করতে গেলে বিমানটিতে আগুন ধরে যায়।

এসএইচ/এসিবি (রয়টার্স)