‘মহানায়ক’ চাবেস
৬ মার্চ ২০১৩‘জেএফকে' এবং ‘ন্যাচারাল বর্ন কিলার্স' ছবির পরিচালক স্টোন এক বিবৃতিতে জানান, ‘‘আমি এমন একজনের জন্য শোক প্রকাশ করছি, যিনি তাঁর দেশের অধিকাংশ নাগরিক এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থানের খোঁজে সংগ্রামরত মানুষদের কাছে ‘মহানায়ক' হিসেবে বিবেচিত৷''
গত কয়েক বছর ধরে স্টোন নিয়মিতই চাবেসের প্রশংসা করেছেন৷ ২০০৯ সালে প্রকাশিত প্রামাণ্য চিত্র ‘সাউথ অফ দ্য বর্ডার' এর জন্য ভেনেজুয়েলার এই নেতার সাক্ষাৎকারও নিয়েছেন তিনি৷ চাবেসকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই বিবেচনা করতেন স্টোন৷
এদিকে, অভিনেতা এবং অ্যাক্টিভিস্ট শন পেন চাবেসের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেছেন, ‘‘পৃথিবীর দরিদ্ররা আজ একজন ‘বিজয়ী'কে হারিয়েছে আর ‘অ্যামেরিকা হারিয়েছে এক বন্ধুকে, যাকে তারা কখনোই বুঝতে পারেনি৷ আমি হারিয়েছি একজন বন্ধুকে, যাকে পেয়ে আমি সুখী ছিলাম৷''
অস্কার বিজয়ী এই অভিনেতা চাবেসের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন৷ তিনি অনেকবার ভেনেজুয়েলায় গিয়ে চাবেসের সঙ্গে দেখা করেছেন৷ কিউবার বিপ্লবের প্রতীক ফিদেল কাস্ত্রোর সাক্ষাৎকারও নিয়েছেন তিনি৷ পেন তাঁর বিবৃতিতে আশা প্রকাশ করে বলেছেন, ‘‘ভেনেজুয়েলা এবং তার বিপ্লব এখন ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পরীক্ষিত নেতৃত্বে আরো দৃঢ় হবে৷''
উল্লেখ্য, উগো চাবেস ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হারার পর এসব বিবৃতি প্রকাশ করেন স্টোন এবং পেন৷ এই মৃত্যু ল্যাটিন অ্যামেরিকার বামদের শক্ত এক আওয়াজকে চিরতরে স্তব্ধ করে দিয়েছে এবং তেল সমৃদ্ধ ভেনেজুয়েলাকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দিয়েছে৷
এআই / এসবি (এএফপি)