1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মান সমাজের অংশ হতে পারা সিরীয়দের থাকতে দেওয়া উচিত: স্পান

১৯ ডিসেম্বর ২০২৪

জার্মানির বিরোধী দল খ্রিষ্টীয় গণতন্ত্রী দল সিডিইউ এর নেতা ইয়েন্স স্পান বুধবার ডিডাব্লিউকে বলেন, জার্মানিতে বাস করা যে সিরীয়রা জার্মান সমাজের অংশ হতে পেরেছেন তাদের জার্মানিতে থাকার আমন্ত্রণ জানানো উচিত৷

https://p.dw.com/p/4oLtA
জার্মানির বিরোধী দল সিডিইউ’র নেতা ইয়েন্স স্পানকে দেখা যাচ্ছে৷
জার্মানির বিরোধী দল সিডিইউ’র নেতা ইয়েন্স স্পান৷ছবি: Sebastian Willnow/dpa/picture alliance

‘‘আর যে সিরীয়দের আর আমাদের দেওয়া নিরাপত্তার প্রয়োজন নেই তাদের চলে যাওয়া উচিত,'' বলে মন্তব্য করেন স্পান৷ তিনি বলেন, ‘‘যারা আসলে ইন্টিগ্রেটেড হয়েছেন, যারা তাদের ও পরিবারের খরচ মেটাতে পারেন, যারা ভাষাটা বলেন, আর যারা আমাদের জার্মান সমাজের অংশ, তাদের থাকার আমন্ত্রণ পাওয়া উচিত৷''

জার্মানিতে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে৷ তার আগে সিডিইউ দলের অভিবাসন নীতি নিয়ে ডিডাব্লিউর সঙ্গে কথা বলেন তিনি৷

যে সিরীয়রা স্বেচ্ছায় সিরিয়া ফিরে যেতে আগ্রহী তাদের এক হাজার ইউরো করে দেওয়ার প্রস্তাব করেছেন স্পান৷ বুধবার সাক্ষাৎকারের সময় তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা সিরিয়া ফিরে যেতে চান তাদের দেশ পুনর্গঠনের কাজে সহায়তা করতে চায় সিডিইউ৷ 

সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সিরীয়দের কাছ থেকে নতুন করে আশ্রয় আবেদন নেওয়ার বিষয়টি স্থগিতেরও পরামর্শ দেন স্পান৷ জার্মানির বর্তমান সরকারেরও তেমনই ইচ্ছা৷ 

অদূর ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নের বহির্সীমান্ত বন্ধের সম্ভাবনা নিয়েও স্পানকে প্রশ্ন করা হয়েছিল৷ উত্তরে তিনি বলেন, অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে এমন একটি বার্তা প্রচলিত আছে যে, ইইউতে কোনোভাবে পৌঁছালেই থাকা যায় এবং তখন থেকেই সুবিধা পাওয়া যায়৷ এই বার্তা যে ঠিক নয়, তা প্রতিষ্ঠিত করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্পান৷ ‘‘আমরা যদি এই বার্তা যে ঠিক নয়, তা প্রমাণ করতে না পারি, তাহলে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করা যাবে না,'' বলেন তিনি৷

তবে স্পান বলেন, সংকটপূর্ণ এলাকারশরণার্থীদের জন্য ইইউর সীমান্ত সবসময় খোলা রাখা উচিত৷ তবে সংখ্যাটি সীমিত হতে হবে এবং প্রবেশের শর্ত জাতিসংঘের সঙ্গে মিলে নির্দিষ্ট করা উচিত বলে মনে করেন তিনি৷

জেডএইচ/এসিবি