নেকড়ের হত্যাকারীকে ধরতে উদ্যোগ
১২ জুলাই ২০১৮জার্মানির স্যাক্সনি রাজ্যের বাউৎসেন শহরের লেকে ১০ জুন ভেসে ওঠে ১ বছর বয়সি এক নারী নেকড়ের মরদেহ৷ বার্লিনের ওয়াইল্ড লাইফ রিসার্চ ইন্সটিটিউট নেকড়ের মরদেহ পরীক্ষা করেছে৷ তারা বলছে, খুব কাছ থেকে বুকে গুলি করে হত্যা করা হয়েছে নেকড়েকে৷
জার্মান সংগঠন প্রটেকশন অব উলভস-এর প্রধান ব্রিগিটে যমার বলছেন, ‘‘এর মাধ্যমে আরো একবার প্রমাণিত হলো, নেকড়ে নয়, মানুষই আসলে বেশি পাশবিক৷''
যমারের সংগঠন, বাউৎসেন শহর কর্তৃপক্ষ এবং ‘উলভস: ইয়েস প্লিজ' নামের ফেসবুক গ্রুপ খুনিকে ধরতে পুরষ্কার ঘোষণা করেছে৷ পুরষ্কারের পরিমাণ ৭ হাজার ইউরো৷
যমার মনে করেন, ‘‘কেউ যদি এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জেনে থাকে, ৭ হাজার ইউরো তাঁর মুখ খোলার জন্য যথেষ্ট৷''
ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মান আইনে নেকড়েরা সংরক্ষিত৷ নেকড়ে হত্যাকে এখানে অপরাধ হিসেবে গণ্য করা হয়৷ স্যাক্সনি স্টেট ক্রিমিনাল পুলিশ এই হত্যার তদন্ত করছে৷
জার্মান আইন অনুযায়ী, বন্য নেকড়ে হত্যার শাস্তি কয়েক হাজার ইউরো জরিমানা এবং ক্ষেত্রবিশেষে ৫ বছর পর্যন্ত জেলও হতে পারে৷
‘উলভস ইন স্যাক্সনি' নামের বন্যপ্রাণি রক্ষা সংগঠনের তথ্য বলছে, ২০০৯ সাল থেকে ৮টি নেকড়ে হত্যার ঘটনা ঘটেছে৷ নেকড়ের সংখ্যা বৃদ্ধি এবং কিভাবে তাদের সাথে খাপ খাইয়ে নেয়া যায়, এ নিয়ে সাধারণ মানুষ তো বটেই, রাজনীতিবিদরাও দ্বিধাবিভক্ত৷
ক্রিস্টিনা বুরাক/এডিকে