নেতা নির্বাচিত হয়ে মতৈক্যে জোর মোদীর
৭ জুন ২০২৪শুক্রবার এনডিএ-র বৈঠকে আনুষ্ঠানিকভাবে নেতা নির্বাচিত হলেন নরেন্দ্র মোদী৷ তার নাম প্রস্তাব করেন রাজনাথ সিং৷ অমিত শাহ, চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার তা সমর্থন করেন৷
তবে এদিন বারবার করে নরেন্দ্র মোদী সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন৷ তিনি নিজে বারবার এনডিএ-র ভূয়সী প্রশংসা করেছেন৷ বালাসাহেব ঠাকরে, জর্জ ফৈার্নান্ডেজ, শরদ যাদবদের হাত ধরে যে এনডিএ-র যাত্রা শুরু হয়েছিল সেকথা বলেছেন৷
এতদিন দলে কিছুটা অবহেলিত নীতিন গড়করি প্রথম দিকে বলার সুযোগ পেয়েছেন৷ যোগী আদিত্যনাথ-সহ সব মুখ্যমন্ত্রী বৈঠকে ছিলেন৷ জোটের তরফে প্রথমে বলেছেন জেডিএসের কুমারস্বামী৷ তারপর চন্দ্রবাবু, নীতীশ, একনাথ শিন্ডে, অজিত পাওয়ার, চিরাগ পাসোয়ান, জিতনরাম মাঁঝি, অনুপ্রিয়া পাটিল, পবন কল্যাণ সকলেই বলেছেন৷
বৈঠক শেষ হওয়ার পর মোদী প্রথমে গেছেন লালকৃষ্ণ আডবাণীর বাড়ি, তারপর মুরলী মনোহর জোশী হয়ে সাবেক রাষ্ট্রপতি কোবিন্দের কাছে গেছেন৷
প্রবীণ সাংবাদিক শরদ গুপ্তা ডিডাব্লিউকে জানিয়েছেন, ‘‘মোদী যে এবার সবাইকে সঙ্গে নিয়ে চলবেন, সেই বার্তাই শুক্রবার বারবার দেয়ার চেষ্টা করেছেন৷ সবাইকে বলতে দেয়া, প্রবীণদের বাড়িতে গিয়ে আশীর্বাদ নেয়া, দলের নেতাদের গুরুত্ব দেয়া, মতৈক্যের ভিত্তিতে চলার কথা বলা, সবই সেই বার্তাই দিচ্ছে৷''
মোদী যা বলেছেন
মোদী বলেছেন, ‘‘এনডিএ এখন নতুন ভারত, বিকশিত ভারত, উচ্চাকাঙ্খী ভারতের সমার্থক৷ আগামী ১০ বছরে এনডিএ সরকার সুশাসন ও উন্নয়নে মন দেবে৷ নাগরিকদের জীবনে ন্যূনতম হস্তক্ষেপ করবে৷''
মোদীর দাবি, ‘‘বিরোধীরা বলার চেষ্টা করেছিল, আমরা এই নির্বাচনে হেরে গেছি৷ কিন্তু দেশের মানুষ জানে আমরাই জিতেছি৷ আমি দেশের মানুষকে আশ্বস্ত করছি যে, আমরা মতৈক্যের ভিত্তিতে চলব৷ দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টার কোনো ত্রুটি করব না৷''
মোদী কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেছেন, ‘‘ওরা ১০ বছর পরেও একশ আসনে পৌঁছাতে পারলো না৷ ২০১৪, ২০১৯ এবং ২০২৪ মিলিয়ে ওরা যত আসনে জিতেছে, তার থেকেও এইবার বিজেপি বেশি আসনে জিতেছে৷''
এবার এনডিএ সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজেপি পায়নি৷ তারা পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা থেকে ৩০টি আসন কম পেয়েছে৷ এরপরই বিরোধীরা বিশেষ করে কংগ্রেস বলে, এটা মোদীর নৈতিক পরাজয়৷ তারই জবাব দিলেন মোদী৷
রাষ্ট্রপতির সঙ্গে দেখা
শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেন মোদী৷ তারপর সাংবাদিকদের মোদী জানান,, ‘‘আমি এটুকু বলতে পারি, আগে উন্নয়নের যে গতি ছিল, আগামী পাঁচ বছরেও তা বজায় থাকবে।’’
মোদী বলেছেন, ‘‘রাষ্ট্রপতি আমাকে ডেকেছিলেন। সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন। আমি তাকে বলেছি, আগামী ৯ তারিখ, রোববার বিকেলে শপথগ্রহণ হলে ভাল হয়। তার মধ্যেই মন্ত্রীদের তালিকা আমি রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেব।’’
জিএইচ/জেডএইচ (পিটিআই, এএনআই)