1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাগডেবুর্গ হামলার শিকারদের অনুদান ছয় লাখ ইউরো ছাড়ালো

৩০ ডিসেম্বর ২০২৪

মাগডেবুর্গ শহরের প্রশাসন জানিয়েছে, ক্রিসমাস মার্কেটে ভয়াবহ গাড়ি হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে।

https://p.dw.com/p/4ogwf
Magdeburg gedenkt der Opfer
২০ ডিসেম্বর মাগডেবুর্গ শহরের ক্রিসমাস মার্কেটে এক ব্যক্তি গাড়ি চালিয়ে ঢুকে পড়লে পাঁচজন নিহত হন৷ ছবি: Heiko Rebsch/dpa/picture alliance

এ পর্যন্ত ৫৬০০-রও বেশি অনুদানে  মোট অঙ্ক ৬,১৫,২২৮ ইউরো (প্রায় ৬,৪১,৩১৩ মার্কিন ডলার) দাঁড়িয়েছে।

গত ২০ ডিসেম্বর এক ব্যক্তি গাড়ি চালিয়ে ক্রিসমাস মার্কেটের ভিড়ে ঢুকে পড়েন। ২০০৬ সালে জার্মানিতে আসা এক সৌদি নাগরিকের গাড়িচাপায় সেদিন পাঁচজন নিহত এবং ২৩৫ জন আহত হন।নিহতদের মধ্যে ৯ বছরের এক শিশুও ছিল৷

মাগডেবুর্গের মেয়র জিমোনে বোরিস এক বিবৃতিতে বলেছেন, "জনগণের দানের ইচ্ছা এবং সংহতি সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে, আমাদের শহর একতাবদ্ধ। এই সংহতি আমাদের শক্তি এবং ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাস জোগায়।”

টিআই/এসিবি( ডিপিএ, ইপিডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য