রুমা মোদক
সামাজিক ও রাজনৈতিক সমসাময়িক ঘটনা, সমস্যা ও সংকট কিংবা সম্ভাবনাকে নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখার ও লেখার চেষ্টা করেন রুমা মোদক।
রুমা মোদক মূলত একজন লেখক। মঞ্চের জন্য নাটক লেখেন তিনি৷ গল্প লেখেন। পাশাপাশি বিভিন্ন বিষয়ে কলাম ও নিবন্ধ লেখেন। তিনি মনে করেন নিজ সমাজ, দেশ ও মানুষ ও বিশ্ব মানবতার প্রতি এবং বিশ্বের সকল প্রাণ-প্রকৃতির প্রতি প্রতিটি মানুষের সংবেদনশীলতা ও দায়িত্ব থাকা উচিত।