1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষমতা নিয়ে নিলেন মুরসি

১৩ আগস্ট ২০১২

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি তাঁর ক্ষমতা ব্যবহার শুরু করলেন৷ সরিয়ে দিলেন ক্ষমতাধর ফিল্ড মার্শাল হুসাইন তানতাউয়িকে৷ একই সঙ্গে বাতিল করলেন সামরিক বাহিনীর হাতে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়ার ডিক্রি৷

https://p.dw.com/p/15oZu
ছবি: ap

রোববার প্রেসিডেন্ট মুরসির মুখপাত্র এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই সব সিদ্ধান্তের কথা জানান৷ তিনি জানান, সামরিক বাহিনীর সর্বোচ্চ পরিষদ স্কাফ'এর প্রধান ফিল্ড মার্শাল তানতাউয়ি এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ জেনারেরল সামি আনানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে অবসরের পাঠানো হয়েছে৷

তানতাউয়ির জায়গাতে নিয়োগ করা হয়েছে জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসিকে৷ সামরিক বাহিনীর হাতে বাড়তি ক্ষমতা দিয়ে যে সাংবিধানিক নির্দেশ জারি করা হয়েছিল, তাও বাতিল করা হয়েছে৷ এর পাশাপাশি বিচারক মাহমুদ মাক্কিকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মুরসি৷

Ägypten Hussein Tantawi und Mohammed Mursi
সামরিক বাহিনীর হাতে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়ার ডিক্রি বাতিল করেছেন মুরসিছবি: picture-alliance/dpa

মিশরের জনতার কাছে এই ঘোষণা ছিল একেবারেই অপ্রত্যাশিত৷ কারণ স্কাফ'এর প্রধান হিসেবে ফিল্ড মার্শাল তানতাউয়ি ছিলেন এতদিন ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে৷ গত ৩০ জুন তাঁর হাত থেকেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ মুরসি৷ মিশরের রাজনীতিতে এতদিন ধরে প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর ক্ষমতার মধ্যে একটি টানাটানি লক্ষ্য করা যাচ্ছিল৷ প্রেসিডেন্ট মুরসির এই সিদ্ধান্ত তাই সামরিক বাহিনীর ওপর প্রেসিডেন্টের কর্তৃত্ব প্রতিষ্ঠা হিসেবে দেখা হচ্ছে৷ তবে সরকারি সংবাদ সংস্থা মেনা জানিয়েছে, সামরিক বাহিনীর অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই এই রদবদলের সিদ্ধান্ত নিয়েছেন মুরসি৷

এদিকে এই সিদ্ধান্ত নেওয়ার পর মিশরের আল আজহার মসজিদে দেওয়া এক ভাষণে মুরসি বলেছেন, দেশের স্বার্থের কথা চিন্তা করেই এই রদবদল করা হয়েছে৷ সামরিক বাহিনীকে কোণঠাসা করার কোনো উদ্দেশ্য তাঁর নেই৷ তিনি বলেন, ‘‘আমি তাদের ভালোর কথাই চিন্তা করি৷ আমি চাই তারা জাতির প্রতিরক্ষায় নিজেদের নিয়োজিত করুক৷ আমার এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে লক্ষ্য করে নয়, বরং তা একটি উন্নত ভবিষ্যতের জন্য৷ আমি কোনো প্রতিষ্ঠানকে বিব্রত করতে চাইনি৷''

আরআই / ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য