1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিসিরিয়া

সিরিয়ায় আসাদপন্থিদের গুলিতে ১৪ পুলিশ নিহত

২৬ ডিসেম্বর ২০২৪

সিরিয়ায় পলাতক স্বৈরাচার বাশার আল আসাদের অনুগত বাহিনীর অতর্কিত হামলায় তারতুস অঞ্চলে ১৪ জন পুলিশ সদস্য মারা গেছেন।

https://p.dw.com/p/4oavF
সিরিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ১৪ জন পুলিশ নিহতের পাশাপাশি ১০ জন পুলিশ আহতও হয়েছেন।
বাশার আল আসাদ সরকারের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনাছবি: Emin Sansar/Anadolu/picture alliance

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রশাসন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বাশার আল আসাদ সরকারের পতনের পর এটিই সবচেয়ে বড় হামলার ঘটনা।

এ হামলার পরিপ্রেক্ষিতে দেশটির বিভিন্ন জায়গায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সিরিয়ার নতুন স্বরাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ১৪ জন পুলিশ নিহতের পাশাপাশি ১০ জন পুলিশ আহতও হয়েছেন। সিরিয়া ও সিরিয়ার নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিতকারীদের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

এসএইচ/এসিবি (রয়টার্স)