1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুইডেনে ফেলে দেওয়া ই-স্কুটার পুনর্ব্যবহারের উদ্যোগ

৬ ফেব্রুয়ারি ২০২৩

আধুনিক নগরকেন্দ্রিক জীবনে অপচয়ের দৃষ্টান্তের অভাব নেই৷ সুইডেনের এক শহরের একদল ডিজাইনার খালের মধ্যে পরিত্যক্ত ই-স্কুটারের যন্ত্রাংশ ব্যবহার করে নানা প্রয়োজনীয় পণ্য গড়ে তুলে পরিবেশ সংরক্ষণ করছেন৷

https://p.dw.com/p/4N8Zo
ইউরোপের অনেক দেশেই ই স্কুটার ব্যবহারের চল আছে
ইউরোপের অনেক দেশেই ই স্কুটার ব্যবহারের চল আছেছবি: picture alliance/JOKER

সুইডেনের দক্ষিণের বন্দর শহর মালম্যোয় খালের বড় নেটওয়ার্ক রয়েছে৷ সেখানকার অবস্থা সম্পর্কে পেরো রাসিচ বলেন, ‘‘করোনা সংকটের পর এক সহকর্মী ও আমি জানতে চেয়েছিলাম, জাহাজ চলাচল কমে যাবার ফলে খালের অবস্থা কতটা সামলে উঠেছে৷ সত্যি উন্নতি হয়েছে৷ কিন্তু সেই সঙ্গে দেখলাম, খালের মধ্যে চারিদিকে অসংখ্য ই-স্কুটার পড়ে রয়েছে৷ এখনো পর্যন্ত আমরা প্রায় ৩০০টি যান  উদ্ধার করেছি৷ এটা পরিবেশের জন্য বড় এক সমস্যা৷''

চার জন ডিজাইনার ও দুই জন ডুবুরি পরিবেশের সেই সমস্যার সমাধান চান৷ ক্রিস্টিয়ান স্ভেনসসন তাঁদেরই একজন৷ ডিজাইনার হিসেবে তিনি মনে করেন, ‘‘ব্যাটারির মধ্যে লিথিয়ামের মতো অনেক রাসায়নিক রয়েছে, যেগুলি মোটেই সমুদ্রে গিয়ে পড়া উচিত নয়৷ অন্যদিকে অনেক ইলেকট্রনিক যন্ত্রাংশের পুনর্ব্যবহার সম্ভব৷''

ডিজাইনের মাধ্যমে জগতের উন্নতি ‘আন্দ্রা ফর্মেন' উদ্যোগের মিশন৷ সেই গোষ্ঠীর ডিজাইনাররা ২০২১ সাল থেকে এই প্রকল্পের জন্য কাজ করছেন৷ মালম্যোর খালে ডুবে যাওয়াসুইডেনে ফেলে দেওয়া ই-স্কুটার পুনর্ব্যবহারের উদ্যোগ ও ভাড়া কোম্পানির ভুলে যাওয়া ই-স্কুটার খুলে নিয়ে উপাদানগুলি কাজে লাগাচ্ছেন তাঁরা৷

ডিজাইনাররা কাছেই নিজেদের ওয়ার্কশপে সেগুলি দিয়ে অনেক কিছু তৈরি করছেন, যেমন বাতি, চেয়ার অথবা বারবিকিউ গ্রিল৷ ডিজাইনার হিসেবে অস্কার ওলসসন মনে করেন, ‘‘আমরা যত বেশি সময় ধরে এই কাজ করছি, ততই বুঝতে পারছি যে এই আইডিয়া কত ভালো ছিলো৷ এমন সব মালমশলা হাতে পাচ্ছি, যেগুলি দিয়ে অনেক কিছু করা সম্ভব৷ আকর্যণীয় ডিজাইন সৃষ্টি করতে আমাদের বেশি কিছু যোগ করতে হচ্ছে না৷''

ইউরোপের অনেক দেশে ই-স্কুটারের রমরমা দেখা যাচ্ছে৷ ই-স্কুটার ভাড়া নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া যায়৷ তারপর সেখান থেকে অন্য কেউ সেটি ভাড়া নিতে পারে৷ এমন আইডিয়া শুনতে ভালো মনে হলেও বাস্তবে বার বার সমস্যা দেখা দিচ্ছে৷ যেমন অনেকে হাঁটার পথের উপর ই-স্কুটার রেখে চলে যাচ্ছেন৷

অথবা ইচ্ছাকৃতভাবে স্কুটার ডুবিয়ে দেওয়া হচ্ছে৷ ডিজাইনাররা সেগুলিকে নতুন জীবন দিচ্ছেন৷ ডিজাইনার জিংবাই জেং বলেন, ‘‘আমার মনে হয় আমি এই টিউবটিকে স্টাকেবল শেল্ফ সিস্টেম হিসেবে ব্যবহার করবো৷ এটা অন্যতম প্রধান অংশ৷ তাকের প্রণালী ধরে রাখতে এটি ব্যবহার করবো৷ রোলার অ্যালুমিনিয়াম পাত দিয়ে তাকের উপরিভাগ তৈরি করবো৷''

সুইডেনে পরিবেশরক্ষায় ই-স্কুটার

‘সাদার্ন সুইডেন ডিজাইন ডেস'-এর মতো প্রদর্শনীতে ‘আন্দ্রা ফর্মেন' প্রকল্পের ডিজাইন তুলে ধরা হয়৷ অবশ্যই সেই সব পণ্যও বিক্রি করা হয়৷ মূল্য ৩০০ থেকে ৬০০ ইউরো৷ তবে পণ্য বিক্রিই এই প্রকল্পের মূল উদ্দেশ্য নয়৷ অস্কার ওলসসন বলেন, ‘‘সব অংশ ব্যবহার করাই আসল লক্ষ্য৷ অনেকটা খাদ্যের জন্য কোনো প্রাণী জবাইয়ের মতো৷ সেটির সব অংশই খাওয়া উচিত, কিছুই ফেলে দেওয়া উচিত নয়৷ সেই চ্যালেঞ্জ আমরা এখনো পুরোপুরি আয়ত্ত করতে পারিনি৷''

কাঁচামালের কোনো অভাব নেই৷ অনিচ্ছাকৃত হলেও মালম্যোর খালগুলিতে প্রায় অফুরন্ত উপাদান পাওয়া যায়৷ আইনগতভাবে স্কুটারগুলি ভাড়া কোম্পানির সম্পত্তি হলেও পরিত্যক্ত যানগুলি ফিরে পাবার কোনো আগ্রহ দেখা যাচ্ছে না৷

ইয়েন্স ফন লার্খার/এসবি