সুইডেনের লোরিয়েন জিতে নিলেন ‘ইউরোভিশন’
২৭ মে ২০১২মোট ৪২টি দেশের মধ্যে ১৮টি দেশের ভোটারই লোরিয়েনের গানকে সর্বোচ্চ ১২ পয়েন্ট দিয়েছে৷ ফলে মোট ৩২৭ পয়েন্ট পেয়ে এবারের ইউরোপীয় প্রতিযোগিতায় সেরা হয়েছে ইউফোরিয়া৷ ইউরোভিশনের ইতিহাসে এটা কোনো গানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর৷
১৯৯৯ সালের পর এই প্রথম সুইডিশ কোনো শিল্পী ইউরোভিশনে প্রথম হলেন৷ এ নিয়ে মোট পাঁচবার ইউরোভিশন জিতল সুইডেন৷ এ দেশেরই বিখ্যাত ব্যান্ড ‘অ্যাবা' ১৯৭৪ সালে ‘ওয়াটারলু' গানটি গেয়ে ইউরোভিশন জিতেছিল৷ পরবর্তীতে যে গানটি সারা বিশ্বের শ্রোতাদেরই মন কেড়েছিল৷
শনিবার রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে এবারের ইউরোভিশনের আসর বসে৷ গত বছর অর্থাৎ ২০১১ সালে আজারবাইজানের শিল্পী ইউরোভিশন জেতায় এবার সেখানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়৷
চূড়ান্ত প্রতিযোগিতায় ২৬টি দেশের প্রতিনিধি শিল্পীরা পারফর্ম করেন৷ ইউরোভিশনের জন্য নির্মাণ করা নয়নাভিরাম ‘ক্রিস্টাল হল' এর প্রায় ২০ হাজার দর্শক সরাসরি অনুষ্ঠানটি উপভোগ করেছেন৷ আর টেলিভিশনের পর্দায় ছিলেন প্রায় ১০০ মিলিয়ন দর্শক৷
আধুনিক, স্মার্ট ঘরানার গান গেয়ে সুইডিশ তন্বী লোরিয়েন প্রথম হলেও দ্বিতীয় স্থানে এবার ছিল রাশিয়ার ছয় জন প্রবীণা শিল্পীর গাওয়া গান ‘পার্টি ফর এভরিবডি'৷ আধা আঞ্চলিক আর আধা ইংরেজিতে গাওয়া গানটি শুনলে বোঝা যায় এই গানের শিল্পীরা ইংরেজিতে অতটা পারঙ্গম নন৷ কিন্তু তাতে কী? গানের সঙ্গে সঙ্গে সাধারণভাবে হেলেদুলে বয়স্ক এই শিল্পীরাই অনেক ইউরোপীয়ানের অন্তর জয় করে ফেলেছেন৷
তিন নম্বর স্থানটি গেছে সার্বিয়ার দখলে৷ আর চতুর্থ হয়েছে আয়োজক দেশ আজারবাইজান৷ জার্মানির শিল্পী রোমান লবের গাওয়া ‘স্ট্যান্ডিং স্টিল' গানটি পেয়েছে অস্টম স্থান৷
প্রতিবেদন: জাহিদুল হক (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়