হলিউডের ছবিতে মার্কিন সামরিক বাহিনী
১৪ জুন ২০১১মিশেল ওবামা অবশ্য টেলিভিশন অনুষ্ঠান আইকার্লি'র একটি দৃশ্যের চিত্রায়ন করতে হলিউডে উপস্থিত হন৷ সেসময় তিনি লেখক, প্রযোজক এবং অভিনেতাদের যুদ্ধ এলাকায় থাকা সৈনিকদের পরিবারের বাস্তব জীবনের ছবি তাদের সৃজনশীল দক্ষতার মাধ্যমে তুলে ধরার আহ্বান জানান৷
অ্যামেরিকার টেলিভিশন ও বেতার শিল্পী সমিতি, পরিচালক ও প্রযোজক, মঞ্চ অভিনেতা, ও লেখকদের বিভিন্ন সংঘকে তিনি সৃজনশীল, মজাদার এবং জোরালো কিছু সৃষ্টি করতে বলেন৷ ফার্স্ট লেডি মিশেল ওবামা যুদ্ধে অংশ নেয়া মার্কিন সৈনিকদের পরিবারদের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘‘এদের মনোবল জোরালো৷ এরা অভিযোগ করে না৷ বেশি কিছু চায়ও না এরা৷ এই যে পরিবারগুলো অ্যামেরিকার সেবায় নিয়োজিত তাদের সম্পর্কে ভিন্নভাবে ভাবতে শেখান অ্যামেরিকাকে৷
মার্কিন সামরিক বাহিনীতে যোগ দেয়ার পক্ষে প্রচার করতে এবং সামরিক সদস্যদের পরিবারের প্রতি সমর্থন জোরদার করতে জনপ্রিয় টেলিভিশন কমেডি আইকার্লি'র একটি পর্বে দেখা যাবে মিশেলকে৷ এই সিরিয়ালের প্রধান চরিত্র কার্লি শাই এর সঙ্গে ওয়েব চ্যাট করবেন তিনি৷
হলিউডের সিনেমায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে এখন অবশ্য অনেক বেশি তুলে ধরা হচ্ছে৷
পাকিস্তানে মার্কিন সামরিক বাহিনীর এলিট ফোর্সের অভিযানে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন নিহত হবার ঘটনা নিয়ে একটি ছবির পরিকল্পনা গত মাসেই চূড়ান্ত করেছেন অস্কার বিজয়ী পরিচালক ক্যাথরিন বিগেলো৷
প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক