1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিরো আলমের হামলাকারীদের তদন্ত ও বিচার চায় যুক্তরাষ্ট্র

১৮ জুলাই ২০২৩

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে নৌকার ব্যাজধারীদের হামলা প্রসঙ্গে ওয়াশিংটনে সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিলার বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে এ ধরনের রাজনৈতিক সংঘর্ষের স্থান নেই৷'

https://p.dw.com/p/4U2Ms
ছবি: privat

যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ সরকার যেকোনো সংঘর্ষের ঘটনার সুষ্ঠু,  পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিচার নিশ্চিত করবে৷

বাংলাদেশের নির্বাচনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ম্যাথিউ মিলার ৷

গত ২৪ মে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করে ৷ এর আগে দেশটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র‌্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় ৷

এনএস/কেএম (দ্য ডেইলি স্টার)