1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা নিয়ে চিন্তিত হিরো আলম

১৯ জুলাই ২০২৩

হিরো আলম অভিযোগ করে বলেছেন যে, কিছু লোকজন তাকে মারার জন্য খুঁজছে, তবে তিনি তার নিরাপত্তা নিয়ে চিন্তিত৷ বুধবার দুপুরে তিনিএ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন৷

https://p.dw.com/p/4U6Yi
ছবি: privat

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন আমার মহানগর প্রজেক্টের অফিসে এসে নিরাপত্তা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন৷ নিরাপত্তা কর্মীকে তারা বলেছে, 'হিরো আলমকে  ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে৷'

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানিয়ে হিরো আলম বলেন, 'আমি বর্তমানে আশকোনা এলাকায় হাসপাতালে ভর্তি আছি৷ আজ দুপুরে এখানে সাংবাদিকদের ডেকেছি৷ আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত৷ সেই বিষয় নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই৷'

এনএস/কেএম (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য