অলিম্পিকে যুক্তরাষ্ট্র, ফুটবলে স্পেন, টি-টোয়েন্টিতে ভারত
২০ ডিসেম্বর ২০২৪আর টেনিসের শূন্যতা বাড়িয়েছে কিংবদন্তি রাফায়েল নাদালের অবসর। বিদায়ী বছরেক্রীড়াঙ্গনের এক ঝলক নিয়েই এ আয়োজন।
অলিম্পিক
এবারই প্রথম মূল স্টেডিয়ামের বাইরে প্যারিসের সিন নদীতে হয়েছে অলিম্পিকের উদ্বোধন। মার্চপাস্টেই হয়েছে বিতর্ক। দক্ষিণ কোরিয়া দলের জলযানে আসার সময় ধারাভাষ্যকার পরিচয়পর্বে বলে ফেলেন, ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া।' অথচ এটা উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম! এজন্যও ক্ষমাও চায় আইওসি। এছাড়া সিন নদীর অতিরিক্ত দূষণে কয়েকটি ইভেন্টের ব্যাহত হওয়া ছিল চাঁদের কলঙ্কের মতো।
এমন বিচ্ছিন্ন কিছু ব্যাপার বাদ দিলে জমজমাটই হয়েছে প্যারিস অলিম্পিক। যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে পদক তালিকায় চীনসম্ভাবনা জাগিয়েছিল শীর্ষস্থানের মুকুটের। শেষ ইভেন্ট মেয়েদের বাস্কেটবলের হাড্ডাহাড্ডি ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চীনের সমান ৪০ সোনা নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।
সোনা সমান ৪০টি হলেও ৪৪ রুপা আর ৪২ ব্রোঞ্জসহ ১২৬ পদক নিয়ে অলিম্পিক শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে যুক্তরাষ্ট্র। ৪০ সোনা, ২৭ রুপা, ২৪ ব্রোঞ্জসহ ৯১ পদক নিয়ে দুইয়ে থেকে অলিম্পিক শেষ করে চীন।
বিরল মানসিক রোগে টোকিও অলিম্পিকে কেবল দুটি পদক জিতেছিলেন সিমোনা বাইলস। অনেকে শেষও দেখে ফেলেছিলেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্টের। সেই বাইলস প্যারিসে রূপকথার মতো ফিরে জেতেন ৩টি সোনা ও একটি রুপা। অলিম্পিক ক্যারিয়ারে ৭ সোনাসহ ১১ পদক জিতে বাইলস হয়ে উঠেন ‘জিমন্যাস্টিকসের রানি'।
অলিম্পিকের সবচেয়ে মর্যাদার ১০০ মিটার স্প্রিন্টের সোনা জেতেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস, তাও ফটো ফিনিশে। জ্যামাইকার কিশানে টম্পসনকে এক সেকেন্ডের ১ হাজার ভাগের ৫ ভাগের ব্যবধানে (০.০০৫) হারিয়েছেন ২৭ বছর বয়সী স্প্রিন্টার (টাইমিং ৯.৭৯ সেকেন্ড)।
বুদাপেস্টে গত বছর ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনটি সোনা জেতা লাইলস অবশ্য অলিম্পিকে ট্রেবল স্বপ্ন পূরণ করতে পারেননি। ১০০ মিটারের সোনার পর ২০০ মিটারে সন্তুষ্ট থাকেন রুপা জিতে। মেয়েদের ১০০ মিটারে সোনা জেতেন সেন্ট লুসিয়ার জুলিয়ান আলফ্রেড। ২০০ মিটারেও রুপা জেতেন তিনি।
ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ৪টি সোনা জিতেছেন ফ্রান্সের সাঁতারু লিওঁ মার্শা। ২০০ মিটার ব্রেস্টস্ট্রোক, ২০০ মিটার বাটারফ্লাই, ২০০ মিটার মেডলিতে সোনা জয়ী ২২ বছরের এই তারকা ৪ গুণিতক ১০০ মিটার মেডেলিতে পান ব্রোঞ্জ।
সোনা না পেলেও সবচেয়ে বেশি ৬টি পদক জিতেছেন চীনের ঝ্যাঙ্গ ইউফেই। এর পাঁচটি ব্রোঞ্জ আর একটি রুপা। পাঁচটি করে পদক জিতেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু রেগান স্মিথ, টোরি হাসকে আর অস্ট্রেলিয়ার সাঁতারু মলি ও'ক্লাঘান।
প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিকের এক আসরে দুটি পদক জেতেন শ্যুটার মানু ভাকের। ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জয়ের পাশাপাশি মিক্সড টিম ইভেন্টে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সরবজ্যোত সিংয়ের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ জেতেন তিনি।
এছাড়া পোল ভল্টে নিজের বিশ্বরেকর্ড নিজেই ভেঙেছেন সুইডেনের আর্মান্ড দুপ্লান্তিস (৬.২৫ মিটার)। ছেলেদের ফুটবলে স্পেন আর মেয়েদের ফুটবলের সোনা জিতেছে যুক্তরাষ্ট্র।
আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ ছেলে না মেয়ে-এই বিতর্ক ছিল অলিম্পিক জুড়ে। তবে বিতর্ক এক পাশে সরিয়ে মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজির ফাইনালে চীনের ইয়াং লিউকে হারিয়েছে সোনা জেতেন তিনি।
কোপায় আর্জেন্টিনা ও ইউরোয় স্পেনের শিরোপা
কোপা-বিশ্বকাপ-কোপা জিতে চক্রপূরণই করে লিওনেল মেসির আর্জেন্টিনা। লাতিন প্রথম কোনো দল হিসেবে মর্যাদার টানা তিনটি শিরোপা জয়ের কীর্তি তাদের। গ্রুপে টানা তিন ম্যাচ জেতা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২'এ হারায় ইকুয়েডরকে। লিওনেল মেসির পেনাল্টি মিসের মাশুল গুণতে হয়নি এমিলিয়ানো মার্তিনেস বীরত্বে। ব্রাজিল অবশ্য টাইব্রেকারেই হেরে যায় উরুগুয়ের কাছে।
আর্জেন্টিনা সেমিফাইনালে ২-০ গোলে কানাডাকে হারানোর পর ফাইনালে ১১২ মিনিটে করা লাওতারো মার্তিনেসের গোলে উরুগুয়েকে হারিয়ে জেতে শিরোপা। কোপায় সবচেয়ে বেশি ৫ গোল করেছিলেন লাওতারো মার্তিনেসই।
ইউরো-বিশ্বকাপ-ইউরো, ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত অনন্য এই কীর্তিটা ছিল স্পেনের। এরপর পাসের ফোয়ারা ফুটিয়ে খেলা দলটি ভুগছিল শিরোপা খরায়। লামিনে ইয়ামাল, রদ্রি, নিকো উইলিয়ামস, দানি ওলেমোদের জাদুকরী ফুটবলে সেটা দূর হয় এবারের ইউরোয়। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন জেতে রেকর্ড চতুর্থ ইউরো।
ইউরোপে মর্যাদার পাঁচ লিগের মধ্যে প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি, লা লিগা রিয়াল মাদ্রিদ, সিরি ‘এ' ইন্টার মিলান, বুন্দেসলিগা বেয়ার লেভারকুসেন আর ফ্রেঞ্চ লিগ পিএসজি।
ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ায় রিয়ালের শক্তি বাড়ার কথা আরও। তবে ভিনিসিয়ুস আর এমবাপ্পের পছন্দের জায়গা উইংয়ের বাম প্রান্ত, এজন্য ফরাসি অধিনায়ক এলেও জায়গা বদলে খেলায় চেনা ছন্দে পাওয়া যায়নি তাকে।
একই ভাবে প্রায় একই খেলোয়াড় নিয়ে ম্যানচেস্টার সিটির ছন্দ হারানোটা বিস্ময়কর। প্রিমিয়ার লিগে ১৬ ম্যাচে ৫ হারে টানা চারবারের চ্যাম্পিয়নরা নেমে গেছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে।
ব্যালন ডি'অরের জন্য ফেবারিট ছিলেন ভিনিসিয়ুস। কিন্তু প্রিমিয়ার লিগ আর ইউরো জেতায় মর্যাদার পুরস্কারটা পান রদ্রি। প্রতিবাদে ব্যালন ডি'অর অনুষ্ঠান বয়কট করে পুরো রিয়াল মাদ্রিদ।
ফিফা দ্য বেস্টেও লড়াই ছিল ভিনিসিয়ুস ও রদ্রির। এই পুরস্কারে শেষ হাসিটা ভিনিসিয়ুসের। ৪৮ পয়েন্ট পেয়ে ফিফা দ্য বেস্টের মুকুটটা এই ব্রাজিলিয়ানের। ৪৩ পয়েন্ট পেয়ে রদ্রি দ্বিতীয় আর ৩৭ পয়েন্ট পাওয়া জুড বেলিংহাম হয়েছেন তৃতীয়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের
ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজিমাত করে ভারত। ফাইনালে হারের মুখে থেকে ঘুরে দাঁড়িয়ে রোহিত শর্মার দল দক্ষিণ আফ্রিকাকে হারায় ৭ রানে। বিরাট কোহলি টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ হলেও জ্বলে উঠেন আসল মঞ্চে। ৫৯ বলে ৭৬ রানের ইনিংসে জেতেন ম্যান অব দ্য ফাইনালের পুরস্কার।
১৫ উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার যশপ্রীত বুমরার। ফাইনাল শেষে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার মতো তারকারা।
আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটা জিতলে সেমিফাইনালের সুযোগ তৈরি হতো বাংলাদেশের। সেই সুযোগ নাজমুল হোসেন শান্তর দল হারিয়ে ফেলে হেলায়। ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতার পালাবদলে নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি প্রধান হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বাংলাদেশ পাকিস্তানে ২-০ ব্যবধানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জিতলেও ফারুকের নেতৃত্বাধীন বোর্ড ভারত সফরের পর চাকরি থেকে বরখাস্ত করে কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে।
কোচ বদলের খেলা চলেছে পাকিস্তানেও। গ্যারি কারস্টেন ও জেসন গিলেস্পিরা দায়িত্ব ছাড়লে তিন ফরম্যাটেরই ভারপ্রাপ্ত কোচ করা হয় আকিব জাভেদকে।
ভারতচ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানালে বিপাকে পড়ে আইসিসি। বেড়িয়ে আসে নানা ফর্মুলা। শেষ পর্যন্ত ২০২৭ পর্যন্ত ভারতে কোনো আইসিসির টুর্নামেন্টে পাকিস্তান খেলতে যাবে না, এই শর্তে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফির জন্য রাজি হয় পিসিবি। তাতে ভারত তাদের ম্যাচগুলো খেলবে দুবাইয়ে। মিডিয়া এমন খবর জানালেও এখনও অবশ্য আনুষ্ঠানিক সূচি জানায়নি আইসিসি।
৬৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। এজন্য টানা তৃতীয়বার ফাইনাল খেলার শঙ্কায় ভারত। তারা এখন পয়েন্ট টেবিলের তিনে, অস্ট্রেলিয়া আছে দুইয়ে।
টি-টোয়েন্টিতে গাম্বিয়ার বিপক্ষে ৪ উইকেটে ৩৪৪ রানের বিশ্বরেকর্ড করেছে জিম্বাবুয়ে। প্রথম খেলোয়াড় হিসেবে ভারতের তিলক ভার্মা টি-টোয়েন্টিতে করেন টানা তিনটি সেঞ্চুরি। আইপিএলে নিলামের আগেই অবশ্য তাকে ধরে রেখেছিল মুম্বাই। নিলামে রেকর্ড ২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে কিনে নতুন ইতিহাসই গড়ে লখনউ সুপার জায়ান্টস।
রাফায়েল নাদালের অবসর
এ বছর চার গ্র্যান্ড স্লামের বাজিমাত করেছেন দুজন। স্পেনের কার্লোস আলকারাজ জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন আর অস্ট্রেলিয়ান ওপেন-ইউএস ওপেনের শিরোপা জিতেছেন ইতালির ইয়ানিক সিনার। রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচদের ছাড়া নতুন প্রজন্মের এমন দাপট ছিল চোখে পড়ার মত। তবে শিরোপা জিতলেও ডোপ নেওয়ার বিতর্ক ছিল সিনারকে ঘিরে।
মেয়েদের অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন জেতেন আরিয়ানা সাবালেঙ্কা। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ইগা শিয়াতেক আর উইম্বলডন বারবোরা ক্রেজিকোভা।
গ্র্যান্ড স্লাম না জিতলেও চোট জর্জরিত কিংবদন্তি রাফায়েল নাদালের অবসর নেওয়াটাই ছিল সবচেয়ে আলোচিত। ২৩ বছরের ক্যারিয়ারে ২২টি গ্র্যান্ড স্লাম জিতেছেন নাদাল, এর ১৪টি ফ্রেঞ্চ ওপেনে।
ক্যারিয়ারে সব মিলিয়ে নাদাল জিতেছেন ৯২টি শিরোপা। টেনিসের উন্মুক্ত যুগে যা পঞ্চম সর্বোচ্চ। রজার ফেদেরার আর নোভাক জোকোভিচের সঙ্গে যেসব ধ্রুপদী দ্বৈরথ উপহার দিয়েছেন নাদাল, ইতিহাসের পাতায় সোনালি হরফে খোদাই করা থাকবে তার নাম।
অন্যান্য
১৮ বছর বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়েন ভারতের ডি গুকেশ। এত কম বয়সে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন হননি আর কেউ। চেন্নাইয়ের এই দাবাড়ু চিনের ডিং লিরেনকে হারান ১৪তম গেমে।
ফর্মুলা ওয়ানে ম্যাক্স ভার্স্টাপেন ধরে রেখেছেন নিজের শ্রেষ্ঠত্ব। ২০২১ থেকে টানা চতুর্থবার মর্যাদার শিরোপাটা জিতেছেন রেড বুলের এই ড্রাইভার। লুইস হ্যামিল্টনের মার্সিডিজ থেকে ফেরারিতে নাম লেখানোটাও ছিল অন্যতম আলোচিত।
বাংলাদেশ ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় সাফল্য মেয়েদের সাফ ফুটবলের শিরোপা ধরে রাখা। ফাইনালে সাবিনারা ২-১ গোলে হারান স্বাগতিক নেপালকে।
যুব এশিয়া কাপ হকিতে পঞ্চম হয়ে প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব–২১ হকি দল। হকিতে বাংলাদেশের কোনো দলের যে কোনো পর্যায়ে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপে খেলা