1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ার সুনামির যে ভিডিও ভাইরাল

২৫ ডিসেম্বর ২০১৮

গত ২২ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভায় আঘাত হেনেছে ভয়াবহ সুনামি৷ সেদিন সমুদ্র সৈকতে চলমান কনসার্টে দর্শকশ্রোতাসহ ব্যান্ড দলের সবাই ভেসে যায়৷ ২১ সেকেন্ডের এক ভিডিও ক্লিপে এমনটাই দেখা গেল৷ 

https://p.dw.com/p/3AcpM
Indonesien Tsunami | Zerstörung in Anyer in Banten
ছবি: Reuters/Antara Foto/M. Adimaja

আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে হঠাৎ করেই এই সুনামির সৃষ্টি হয়েছে, কোনো ধরনের ভূমিকম্প হয়নি৷ কোনো ধরনের সতর্কতা সংকেত দেয়ার সুযোগ না দিয়েই ৯ ফুট উচ্চতার ঢেউ আঘাত হানে সুমাত্রা ও জাভার সৈকত এলাকায়৷ এখন পর্যন্ত চার শতাধিক নিহতের সংবাদ পাওয়া গেছে৷

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের বানতেন প্রদেশের তানজুং লেসাং সমুদ্র সৈকতে কনসার্ট চলার সময় আচমকা আঘাত হানে সুনামি৷ এতে ভেসে যায় ঘটনাস্থলে উপস্থিত মানুষ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়,  বানতেন প্রদেশের পেরুসান লিস্ট্রিক নেগারা বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বছর শেষ উপলক্ষে সমুদ্র সৈকতে এই কনসার্টের আয়োজন করে৷ স্থানীয় ব্যান্ড দল রক ব্যান্ড সেভেনটিন ও প্রতিষ্ঠানটির ২০০ কর্মী ও তাদের পরিবারের সদস্য উপস্থিত ছিলেন সেই আয়োজনে৷ হঠাৎ করে সুনামি আঘাত হানে এবং ভেসে যায় সেখানে উপস্থিত অনেকেই৷  রক ব্যান্ড সেভেনটিনের  বেঁচে যাওয়া সদস্য জ্যাক এক ইনস্টাগ্রাম বার্তায় বলেন, সেই মুহূর্তে শুধু স্রষ্টাকে ডাকছিলাম, কীভাবে এই পানির স্রোত থেকে বাঁচবো সেই প্রত্যাশায়৷ তিনি জানান, তাঁর ৪ সহশিল্পীকে হারিয়েছেন এই সুনামিতে৷

২১ সেকেন্ডের সেই ভাইরাল হওয়া ভিডিওটি তানজুং লেসাং সমুদ্র সৈকতের কিনা সেটি এখনও নিশ্চিত করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স৷ তবে ধারণা করা হচ্ছে এটি সেই ঘটনারই৷ ভিডিওটি এ পর্যন্ত ১৪ লাখ ২৫ হাজার বার দেখা হয়েছে৷

এফএ/এপিবি (রয়টার্স)