হিরো আলমের সাথে সহিংসতার বিরুদ্ধে পশ্চিমাদের যৌথ বিবৃতি
১৯ জুলাই ২০২৩ঢাকার একটি আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকাস্থ ১২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস৷ গত ১৭ জুলাই উপনির্বাচনের সময় হামলার শিকার হন তিনি৷
এক যৌথ বিবৃতিত বুধবার পশ্চিমা ১২টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন লিখেছে, ‘‘আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের - যিনি হিরো আলম নামে পরিচিত - ওপর হামলার তীব্র নিন্দা জানাই৷''
‘‘গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই৷ আমরা পূর্ণ তদন্ত ও দোষী ব্যক্তিদের জবাবদিহিতার দাবি জানাই৷ আসন্ন নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সে জন্য আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই,'' লেখা হয়েছে বিবৃতিতে৷
এর আগে মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিরো আলমের উপর হামলার নিন্দা জানিয়ে লিখেছে, ‘‘এই ধরনের হামলা ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য দেশটির সাধারণ নির্বাচনের আগে আতঙ্কের বার্তা দিচ্ছে৷ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই অবিলম্বে এই হামলার নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে৷''
একই দিনে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস হিরো আলমের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন টুইটারে৷ নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও পরে বিশেষ করে মানবাধিকারকে সমুন্নত রাখার পাশাপাশি সবসময় এই বিষয়টিকে গুরুত্ব দেয়ার কথা বলেন তিনি৷
উল্লেখ্য, ঢাকা-১৭ আসনে উপনির্বাচন চলাকাল সোমবার দুপুরে বনানীর একটি ভোটকেন্দ্রের বাইরে হিরো আলমকে মারধর করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের ব্যাজধারী কিছু তরুণ৷ সেই ঘটনায় এখন অবধি গ্রেপ্তারকৃত সাতজন সরকারি দলের সঙ্গে যুক্ত বলে লিখেছে দৈনিক প্রথম আলো৷
এআই/কেএম